কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে ঢাকা মাওয়া মহাসড়কে লেন পরিবর্তনের সময় প্রিজনভ্যানে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ওই প্রিজনভ্যানে থাকা ১৭ জন কয়েদিসহ দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও কারাসূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় প্রিজন ভ্যানে ৩৭ জন কয়েদি ছিলেন। সন্ধ্যার দিকে আদালত থেকে বন্দীদের নিয়ে প্রিজনভ্যানটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছিল। ঢাকা মাওয়া মহাসড়ক থেকে কারাগারে ঢোকার জন্য লেন পরিবর্তনের সময় পেছন দিক থেকে সিরাজদিখান পরিবহনের একটি বাস প্রিজন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৫ আসামি ও ২ পুলিশ সদস্য আহত হন। আহত ৫ বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর পুলিশের দুই সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি ৫ বন্দীরা হলেন-মুরাদ (৩৯), মুন্না (২৫), শ্রী অতুল চন্দ্র রায় (২৪), মো. আতিকুর রহমান (২২) ও রকিব উদ্দিন রুমি (৪২)। বাকি ১২ জনকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অন্য কয়েদিরা সুস্থ আছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘বাসের ধাক্কায় প্রিজনভ্যানে থাকা কিছু কয়েদি আহত হয়েছেন। আহত ৫ কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বাকি ১২ জনকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েদিরা কারা হেফাজতে রয়েছে।’
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে ঢাকা মাওয়া মহাসড়কে লেন পরিবর্তনের সময় প্রিজনভ্যানে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ওই প্রিজনভ্যানে থাকা ১৭ জন কয়েদিসহ দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও কারাসূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় প্রিজন ভ্যানে ৩৭ জন কয়েদি ছিলেন। সন্ধ্যার দিকে আদালত থেকে বন্দীদের নিয়ে প্রিজনভ্যানটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছিল। ঢাকা মাওয়া মহাসড়ক থেকে কারাগারে ঢোকার জন্য লেন পরিবর্তনের সময় পেছন দিক থেকে সিরাজদিখান পরিবহনের একটি বাস প্রিজন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৫ আসামি ও ২ পুলিশ সদস্য আহত হন। আহত ৫ বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর পুলিশের দুই সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি ৫ বন্দীরা হলেন-মুরাদ (৩৯), মুন্না (২৫), শ্রী অতুল চন্দ্র রায় (২৪), মো. আতিকুর রহমান (২২) ও রকিব উদ্দিন রুমি (৪২)। বাকি ১২ জনকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অন্য কয়েদিরা সুস্থ আছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘বাসের ধাক্কায় প্রিজনভ্যানে থাকা কিছু কয়েদি আহত হয়েছেন। আহত ৫ কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বাকি ১২ জনকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েদিরা কারা হেফাজতে রয়েছে।’
বগুড়ার শিবগঞ্জে মশার কয়েলের আগুনে পুড়ে বাটু মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মূখূরজান গ্রামে ওই বৃদ্ধের নিজ বসত বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেবিনা সুদে লাখ টাকার ঋণের প্রলোভনে ঢাকায় লোক জড়ো করার অভিযোগে লক্ষ্মীপুর সদর, রামগতি ও কমলনগর থানায় পৃথক তিন মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে থানায় এসব মামলা করা হয়। পৃথক তিন মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ৭৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
২০ মিনিট আগেআইনজীবী শিশির মনির বলেন, তিন বছর সাত মাস কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত বাবুল আক্তারকে জামিন দিয়েছেন। তাঁকে জোর করে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছেন, যা চলমান। ওই মামলায় বিজয়ী হলে তাঁর চাকরিতে যোগ দিতে বাধা থাকবে না।
২৬ মিনিট আগেবুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া, পৃথক এক ঘটনায় চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে পোস্টে।
৪৪ মিনিট আগে