আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের ফের মারামারি, আহত ৭ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ১৮: ৫৭

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের মারামারির ঘটনা ঘটেছে ৷ এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছে। 

আজ বুধবার দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোডের লেকপাড়ে এ ঘটনা ঘটে ৷ তবে মারামারির সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার আইডিয়াল কলেজের কোনো এক শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র এমন খবর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ পরে আইডিয়াল কলেজের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী ধানমন্ডি লেকপাড়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে পেয়ে বাঁশের লাঠি নিয়ে অতর্কিত হামলা করে ৷ এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয় ৷ আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ ও কলেজ প্রশাসন সূত্র ৷ 

ঢাকা কলেজের নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, এমন ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকে আমরা নিবিড় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা সকালে ওই এলাকা ঘুরে এসেছি ৷ কলেজে আসার পরে শুনি এই ঘটনা ঘটেছে ৷ আমাদের ঢাকা কলেজের পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে ৷ সবাই বাসায় ফিরে গেছেন ৷ 

আইডিয়াল কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি মারামারির ঘটনা ঘটেছে ৷ তবে ঠিক কি কারণে ঘটেছে সেটি জানি না৷ আমরা বসবো এটা নিয়ে ৷ তদন্ত সাপেক্ষে বলতে পারব কি হয়েছে ৷ 

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারছি না৷ ক্যাম্পাসের বাইরের এসব ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ৷ এসব ঘটনায় কেউ দোষী হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে ৷ 

শিক্ষার্থীদের মারামারির বিষয়ে নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ বলেন, সংঘর্ষের কোনো ঘটনা ঘটে নাই ৷ ওইখানে যারা খেতে গেছে ওদের মধ্যে কথা কাটাকাটি-হাতাহাতির ঘটনা ঘটেছে ৷ শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসব করে না৷ পার্সোনাল সময়ে এসব করে পরে ক্যাম্পাসে টেনে নিয়ে আসে৷

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত