Ajker Patrika

মধ্যরাতে গুলশানে স্পা সেন্টার থেকে ৫৪ জন আটক, এক সপ্তাহের জেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ২৩: ৩৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারের একাধিক নারী কর্মীসহ ৫৪ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১। গতকাল রোববার মধ্যরাতে গুলশান-১-এ আরএম সেন্টার নামে একটি ভবনের চারতলা থেকে তাঁদের আটক করা হয়।

পরে তাঁদের এক সপ্তাহের জেল দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানান র‍্যাব মিডিয়া সেন্টারের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, রোববার রাতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করে। পরে তাঁদের এক সপ্তাহের জেল দেওয়া হয়েছে।

এর আগে র‍্যাব-১ সূত্রে জানা যায়, তাঁদের কাছে গোপন সংবাদ ছিল, দীর্ঘদিন ধরে আরএম সেন্টারের চতুর্থ তলায় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছিল। এ সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এ ছাড়া সেখান থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত একাধিক নারী কর্মীকে আটক করে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় যে কারণে চীনের সঙ্গে পেরে উঠছে না ভারত

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: এনসিপি নেতা-কর্মীদের গলা ধাক্কা

সারা জীবন ‘একজনের কাছে কৃতজ্ঞ’ থাকবেন তামিম, কে তিনি

বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টায় মিয়ানমার: রয়টার্স

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার, ক্ষুব্ধ বাইরে কর্মরতরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত