নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. তারেক রেজা আলীকে নিয়ে প্রচার করা মানহানিকর ভিডিও অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি কানাডা থেকে পরিচালিত আইপিটিভি নাগরিক টিভিতে ১৮ ডিসেম্বর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা মানহানিকর ভিডিও অপসারণ ও প্রচার বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিটিআরসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৯ ডিসেম্বর বিটিআরসিকে সংশ্লিষ্ট ভিডিওটি অপসারণের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু বিটিআরসি কোনো পদক্ষেপ না নেওয়ায় এ রিট করা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুমাইয়া বিনতে আজিজ। তিনি বলেন, ডা. তারেক রেজা আলী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক। তিনি চক্ষু বিশেষজ্ঞ এবং গত ৩৫ বছর ধরে চিকিৎসা দিয়ে আসছেন।
সুমাইয়া বিনতে আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র তারেক রেজা আলীকে নানাভাবে হয়রানি করে আসছিল। তারা তাঁর কাছ থেকে টাকা দাবি করেছিল। টাকা না দিলে নারীঘটিত কেলেঙ্কারিতে তাঁকে জড়িয়ে খবর প্রকাশ করার হুমকি দেওয়া হয়। তিনি টাকা না দিলে কানাডা থেকে বেআইনিভাবে পরিচালিত নাগরিক টিভি নামের একটি আইপিটিভি ও এবিসি নিউজ পোর্টাল নামের আরেকটি চ্যানেল থেকে এ অপপ্রচার চালানো হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. তারেক রেজা আলীকে নিয়ে প্রচার করা মানহানিকর ভিডিও অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি কানাডা থেকে পরিচালিত আইপিটিভি নাগরিক টিভিতে ১৮ ডিসেম্বর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা মানহানিকর ভিডিও অপসারণ ও প্রচার বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিটিআরসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৯ ডিসেম্বর বিটিআরসিকে সংশ্লিষ্ট ভিডিওটি অপসারণের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু বিটিআরসি কোনো পদক্ষেপ না নেওয়ায় এ রিট করা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুমাইয়া বিনতে আজিজ। তিনি বলেন, ডা. তারেক রেজা আলী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক। তিনি চক্ষু বিশেষজ্ঞ এবং গত ৩৫ বছর ধরে চিকিৎসা দিয়ে আসছেন।
সুমাইয়া বিনতে আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র তারেক রেজা আলীকে নানাভাবে হয়রানি করে আসছিল। তারা তাঁর কাছ থেকে টাকা দাবি করেছিল। টাকা না দিলে নারীঘটিত কেলেঙ্কারিতে তাঁকে জড়িয়ে খবর প্রকাশ করার হুমকি দেওয়া হয়। তিনি টাকা না দিলে কানাডা থেকে বেআইনিভাবে পরিচালিত নাগরিক টিভি নামের একটি আইপিটিভি ও এবিসি নিউজ পোর্টাল নামের আরেকটি চ্যানেল থেকে এ অপপ্রচার চালানো হয়।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে