বিশেষ প্রতিনিধি, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন নিজ এলাকা নাজিরাবাজারের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। আজ রোববার দুপুর ১২টায় ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আল্লাহ তালা মেহেরবানি করলে নৌকা বিজয়ী হবে। ভোটের পরিবেশ নিয়ে আমি মোর দেন হ্যাপি, মোর দেন স্যাটিসফাইড।’
সাঈদ খোকন বলেন, ‘পুরান ঢাকার মানুষ অত্যন্ত আনন্দে ভোট দিতে আসছে। এ এলাকার মানুষের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা কম। তাঁরা একটু সময় নিয়ে রিলাক্স মুডে আসে। সময় যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। আশা করছি দুপুরের পর ভোটার সংখ্যা অনেক বেড়ে যাবে।’
কত পার্সেন্ট ভোটার উপস্থিতিতে আপনি সন্তুষ্ট—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটার সংখ্যা যত বেশি হয় আমি তত বেশি সন্তুষ্ট। আমি মনে করি, অলরেডি পুরান ঢাকার মানুষ ভোটকেন্দ্রে আসা শুরু করেছে, আপনি যদি কেন্দ্রগুলোতে যান, দেখবেন ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।’
ভোটের পরিবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘ভোটের পরিস্থিতি অত্যন্ত চমৎকার। ভোটের পরিবেশ নিয়ে মোর দ্যান হ্যাপি, মোর দেন স্যাটিসফাইড। কয়েকটি কেন্দ্র নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল, সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে পুরান ঢাকার মানুষ ভোট দিচ্ছে। তারা প্রমাণ করে দিচ্ছে—শেখ হাসিনা যেটা বলেছেন—সেটাই সঠিক।’
জয়ের আশাবাদ ব্যক্ত করে সাঈদ খোকন বলেন, ‘আমি আশাবাদী, ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলে এই আসন থেকে নৌকার বিজয় বিপুল ভোটে হবে।’ কাকে ভোট দিয়েছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘নৌকা মার্কায় দিয়েছি। ইনশা আল্লাহ জয় হবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন নিজ এলাকা নাজিরাবাজারের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। আজ রোববার দুপুর ১২টায় ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আল্লাহ তালা মেহেরবানি করলে নৌকা বিজয়ী হবে। ভোটের পরিবেশ নিয়ে আমি মোর দেন হ্যাপি, মোর দেন স্যাটিসফাইড।’
সাঈদ খোকন বলেন, ‘পুরান ঢাকার মানুষ অত্যন্ত আনন্দে ভোট দিতে আসছে। এ এলাকার মানুষের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা কম। তাঁরা একটু সময় নিয়ে রিলাক্স মুডে আসে। সময় যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। আশা করছি দুপুরের পর ভোটার সংখ্যা অনেক বেড়ে যাবে।’
কত পার্সেন্ট ভোটার উপস্থিতিতে আপনি সন্তুষ্ট—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটার সংখ্যা যত বেশি হয় আমি তত বেশি সন্তুষ্ট। আমি মনে করি, অলরেডি পুরান ঢাকার মানুষ ভোটকেন্দ্রে আসা শুরু করেছে, আপনি যদি কেন্দ্রগুলোতে যান, দেখবেন ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।’
ভোটের পরিবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘ভোটের পরিস্থিতি অত্যন্ত চমৎকার। ভোটের পরিবেশ নিয়ে মোর দ্যান হ্যাপি, মোর দেন স্যাটিসফাইড। কয়েকটি কেন্দ্র নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল, সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে পুরান ঢাকার মানুষ ভোট দিচ্ছে। তারা প্রমাণ করে দিচ্ছে—শেখ হাসিনা যেটা বলেছেন—সেটাই সঠিক।’
জয়ের আশাবাদ ব্যক্ত করে সাঈদ খোকন বলেন, ‘আমি আশাবাদী, ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলে এই আসন থেকে নৌকার বিজয় বিপুল ভোটে হবে।’ কাকে ভোট দিয়েছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘নৌকা মার্কায় দিয়েছি। ইনশা আল্লাহ জয় হবে।’
রাজশাহীতে এক ব্যক্তির ৬৮ বছর আগে কেনা জমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই এলাকার একটি প্রভাবশালী মহল ওই জমিতে ইট-বালু ফেলে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেছেন। ভুক্তভোগী ব্যক্তিকে দেওয়া হচ্ছে হুমকিও।
২ ঘণ্টা আগে‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, সিলেট’র গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতার জোরে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সদস্যরা বলছেন, সমিতির বাইরের লোকজন দিয়ে আট সদস্যের ‘মনগড়া’ এই কমিটির আহ্বায়ক ডিসি নিজেই।
২ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়ায় নিয়মবহির্ভূতভাবে সারের সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের নাম নুরুল আমিন তালুকদার। তিনি উপজেলার সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগেনরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মাধবদী রেস্টহাউসের কেয়ারটেকার হাবিবুর রহমান শূন্য থেকে কোটিপতি বনে গেছেন। ভুয়া স্থায়ী ঠিকানা ও ভুয়া সনদে চাকরি নিয়ে দালালি আর অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটিপতি হওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে