রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের চাপায় সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। আজ বুধবার দুপুর পৌঁনে ১টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা ভিটিমরজাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার মুছাকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহত আবদুর রহমান নামে একজনের নাম পাওয়া গেছে।
হাইওয়ে পুলিশ জানান, ভৈরব থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কে ভিটিমরজাল এলাকায় আসলে ভৈরব গামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা একজন মোটরবাইকের থাকা দুই আরোহী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী ও ঢাকার হাসপাতালে পাঠানো হয়। নরসিংদী যাওয়া পথে সাইফুল ইসলাম নামে একজন নিহত হন। গুরুতর আহত অপর দুজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পথে একজন নিহত এবং বাকি দুজন আহত হন। এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের চাপায় সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। আজ বুধবার দুপুর পৌঁনে ১টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা ভিটিমরজাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার মুছাকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহত আবদুর রহমান নামে একজনের নাম পাওয়া গেছে।
হাইওয়ে পুলিশ জানান, ভৈরব থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কে ভিটিমরজাল এলাকায় আসলে ভৈরব গামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা একজন মোটরবাইকের থাকা দুই আরোহী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী ও ঢাকার হাসপাতালে পাঠানো হয়। নরসিংদী যাওয়া পথে সাইফুল ইসলাম নামে একজন নিহত হন। গুরুতর আহত অপর দুজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পথে একজন নিহত এবং বাকি দুজন আহত হন। এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’
ছাত্রলীগ নেতা আমিনুল আগে একাধিক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। একের পর এক ডাকাতির ঘটনায় জেলা পুলিশের কয়েকটি টিমের যৌথ তদন্তে আন্তবিভাগ ডাকাল দলের সদস্যরা শনাক্ত হন। অভিযান চালিয়ে ২০২৩ সালের ৯ নভেম্বর আমিনুলসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
২ মিনিট আগেচাঁদপুরে সাহরির সময় খাবার গরম করতে লাইনের গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে শহরের কোড়ালিয়ায় সাহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
২৪ মিনিট আগেমাগুরায় শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা আইনজীবী সমিতি। আজ রোববার সকালে আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩১ মিনিট আগে