নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৪৭
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৮: ০১

নারায়ণগঞ্জের আলোচিত ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে অস্ত্র মামলায় এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এই রিমান্ড মঞ্জুর করেন। 

রোববার দুপুরের পর জাকিরকে আদালতে হাজির করে রাজধানীর ভাটারা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রিয়াদ আহমেদ তিন দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে এক দিন রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে শনিবার ভোরে তাঁকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করে র‍্যাব। এ ঘটনায় র‍্যাব-১১-এর নায়েব সুবেদার মো. আফজাল হোসেন বাদী হয়ে ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন। 

রিমান্ড আবেদনে বলা হয়েছে, জাকির হোসেন নারায়ণগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী। তিনি একটি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের সময়ে উদ্ধার অস্ত্র সম্পর্কে তথ্য জানার জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন। 

জানা যায়, ১৯৯৪ সালে জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা করা হয়। ওই মামলায় তাঁর ১৭ বছরের সাজা হয়। উচ্চ আদালতে সেই সাজা কমে ৮ বছর হলেও গ্রেপ্তার এড়াতে তিনি দেশে ও বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। ২০০৩ সালে সাব্বির হত্যা মামলায় আসামি হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তিনি থাইল্যান্ডে ছিলেন। সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে আসেন। এরপর পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক বছর ধরে পরিবার নিয়ে বাস করছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত