নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের আলোচিত ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে অস্ত্র মামলায় এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এই রিমান্ড মঞ্জুর করেন।
রোববার দুপুরের পর জাকিরকে আদালতে হাজির করে রাজধানীর ভাটারা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রিয়াদ আহমেদ তিন দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে এক দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার ভোরে তাঁকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাব-১১-এর নায়েব সুবেদার মো. আফজাল হোসেন বাদী হয়ে ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, জাকির হোসেন নারায়ণগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী। তিনি একটি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের সময়ে উদ্ধার অস্ত্র সম্পর্কে তথ্য জানার জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন।
জানা যায়, ১৯৯৪ সালে জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা করা হয়। ওই মামলায় তাঁর ১৭ বছরের সাজা হয়। উচ্চ আদালতে সেই সাজা কমে ৮ বছর হলেও গ্রেপ্তার এড়াতে তিনি দেশে ও বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। ২০০৩ সালে সাব্বির হত্যা মামলায় আসামি হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তিনি থাইল্যান্ডে ছিলেন। সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে আসেন। এরপর পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক বছর ধরে পরিবার নিয়ে বাস করছিলেন।
নারায়ণগঞ্জের আলোচিত ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে অস্ত্র মামলায় এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এই রিমান্ড মঞ্জুর করেন।
রোববার দুপুরের পর জাকিরকে আদালতে হাজির করে রাজধানীর ভাটারা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রিয়াদ আহমেদ তিন দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে এক দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার ভোরে তাঁকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাব-১১-এর নায়েব সুবেদার মো. আফজাল হোসেন বাদী হয়ে ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, জাকির হোসেন নারায়ণগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী। তিনি একটি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের সময়ে উদ্ধার অস্ত্র সম্পর্কে তথ্য জানার জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন।
জানা যায়, ১৯৯৪ সালে জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা করা হয়। ওই মামলায় তাঁর ১৭ বছরের সাজা হয়। উচ্চ আদালতে সেই সাজা কমে ৮ বছর হলেও গ্রেপ্তার এড়াতে তিনি দেশে ও বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। ২০০৩ সালে সাব্বির হত্যা মামলায় আসামি হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তিনি থাইল্যান্ডে ছিলেন। সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে আসেন। এরপর পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক বছর ধরে পরিবার নিয়ে বাস করছিলেন।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৭ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগে