উত্তরায় বায়িং হাউস থেকে কর্মীর মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৩২

রাজধানীর উত্তরায় একটি বায়িং হাউস থেকে মাহাবুল হাসান (২৬) নামের একজন কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় উত্তরা ৩ নম্বর সেক্টরের ৬ রোডের ওই বায়িং হাউস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মাহাবুল হাসান ওই বায়িং হাউসে চাকরি করতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুষ্টিয়া গ্রামের ফিরোজ আহমেদের ছেলে। বর্তমানে দক্ষিণখান মোল্লারটেকের একটি বাড়িতে ভাড়া থাকতেন। 

পুলিশ জানান, বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে যে কোনো এক সময়ে বায়িং হাউসের সিলিং ফ্যানের সঙ্গে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মাহাবুল হাসান। এ সময় সেখান থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল—আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক অভাব অনটনে ছিলেন মাহাবুল হাসান। তিনি বিদেশে গিয়েছিলেন। এ নিয়ে বাবার অনেক টাকা খরচ করছেন। যার কারণে নিজেই নিজেকে অপরাধী মনে করে আত্মহত্যা করেছেন।’ 

ওসি বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যু মামলা হবে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত