ডিএনসিসির অভিযানে ১০ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ২১: ২১

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মামলায় ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার রাজধানীর মিরপুর-১ বৈশাখী সুপার মার্কেট ও খিলক্ষেত বাজারসংলগ্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী (অঞ্চল-৪) ও মো. জুলকার নায়ন (অঞ্চল-১)। অভিযানে ৯০ টির বেশি রেস্তোরাঁ ও দোকানপাট পরিদর্শন করা হয়। এ সময় বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স না থাকায় মামলাসহ এই জরিমানা আদায় করা হয়। অন্যদিকে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত