Ajker Patrika

শ্রীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ২১: ২৪
শ্রীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে পোলট্রি ফার্মে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে পোলট্রি ব্যবসায়ী যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবককে তাঁর স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইউপি সদস্যের নেতৃত্বে আবারও বাধা দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ওই যুবককে হাসপাতালে পাঠায়। 

আজ রোববার দুপুরে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে এ ঘটনা ঘটে। আহত পোলট্রি ব্যবসায়ী যুবকের নাম মোফাজ্জল হোসেন (২৭)। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। 

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কাওরাইদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য আশরাফুল ঢালী (৩৮), তাঁর ভাই আতিকুল ঢালী (৩০), এমদাদুল ঢালী (৪৫) ও রমিজ উদ্দিন ঢালীর (৫৫) নামে লিখিত অভিযোগ করেছেন। 

স্থানীয় বাসিন্দা মো. ফারুক মৃধা বলেন, বেলা দুইটার দিকে স্থানীয় ইউপি সদস্য লোকজন নিয়ে হামলা চালান। এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মোফাজ্জল হোসেনকে গুরুতর জখম করা হয়। পরবর্তী সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে অভিযুক্তরা বাধা দেন। 

আহত যুবকের মা মরিয়ম আক্তার বলেন, ‘ওরা আমার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে, মাথায় অনেক আঘাত করেছে। পরে খবর পেয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে রওনা হলে পুনরায় বাধা প্রধান করে। পরবর্তীতে আমি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে আমার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

এ ঘটনায় কাওরাইদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য আশরাফুল ঢালী বলেন, ‘মারধরের ঘটনা শুনে আমি ঘটনাস্থলে যাই। চিকিৎসা করাতে বাধা দেওয়ার বিষয়টি সঠিক নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত