গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) গাজীপুর মূল ক্যাম্পাসে ৩ দফা দাবিতে আজ মঙ্গলবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের শিক্ষার্থীরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাউবি’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বিগত কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে এ আন্দোলন করে আসছেন। আজকের কর্মসূচিতে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে—মূল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষার ব্যবস্থা করা এবং আইন প্রোগ্রামের শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়ন; শহীদ আবু সাঈদ হল (ছাত্র) এবং শহীদ নাঈমা সুলতানা হল (ছাত্রী) এর লিখিত অনুমোদন দিয়ে দ্রুত সংস্কার করা; স্থগিত হওয়া ‘স্কুল অব ল’ চালু এবং মুট কোর্ট ও ডিবেট ক্লাবের ব্যবস্থা করা।
মানববন্ধনে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়াসমূহ ন্যায্য এবং যৌক্তিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব সহজেই নিয়মিত শিক্ষার্থীদের মূল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা নিতে পারে এবং তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে। কিন্তু আমরা শুনতে পেরেছি, এই বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখনো বাস্তবায়ন করেননি। এছাড়া শিক্ষক-কর্মকর্তারাও আন্দোলনের সময় দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও এখন তারা বিশ্বাসঘাতকতা করছেন যা খুবই দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘আমরা উপাচার্য, ডিনদের সঙ্গে এই ব্যাপারে কথা বলব এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া শিগগিরই বাস্তবায়ন করতে হবে। যদি দাবি-দাওয়া বাস্তবায়ন না হয়; তাহলে আমরা প্রয়োজনে শিক্ষা উপদেষ্টার কাছে যাব।’
আইন প্রোগ্রামের শিক্ষার্থী খালিদ মিনহাজ তানিন বলেন, ‘নতুন প্রশাসন আমাদের দাবি-দাওয়া বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যেই গড়িমসি শুরু করেছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে।’
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) গাজীপুর মূল ক্যাম্পাসে ৩ দফা দাবিতে আজ মঙ্গলবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের শিক্ষার্থীরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাউবি’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বিগত কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে এ আন্দোলন করে আসছেন। আজকের কর্মসূচিতে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে—মূল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষার ব্যবস্থা করা এবং আইন প্রোগ্রামের শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়ন; শহীদ আবু সাঈদ হল (ছাত্র) এবং শহীদ নাঈমা সুলতানা হল (ছাত্রী) এর লিখিত অনুমোদন দিয়ে দ্রুত সংস্কার করা; স্থগিত হওয়া ‘স্কুল অব ল’ চালু এবং মুট কোর্ট ও ডিবেট ক্লাবের ব্যবস্থা করা।
মানববন্ধনে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়াসমূহ ন্যায্য এবং যৌক্তিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব সহজেই নিয়মিত শিক্ষার্থীদের মূল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা নিতে পারে এবং তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে। কিন্তু আমরা শুনতে পেরেছি, এই বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখনো বাস্তবায়ন করেননি। এছাড়া শিক্ষক-কর্মকর্তারাও আন্দোলনের সময় দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও এখন তারা বিশ্বাসঘাতকতা করছেন যা খুবই দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘আমরা উপাচার্য, ডিনদের সঙ্গে এই ব্যাপারে কথা বলব এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া শিগগিরই বাস্তবায়ন করতে হবে। যদি দাবি-দাওয়া বাস্তবায়ন না হয়; তাহলে আমরা প্রয়োজনে শিক্ষা উপদেষ্টার কাছে যাব।’
আইন প্রোগ্রামের শিক্ষার্থী খালিদ মিনহাজ তানিন বলেন, ‘নতুন প্রশাসন আমাদের দাবি-দাওয়া বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যেই গড়িমসি শুরু করেছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে।’
রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন গেটকিপার এ কর্মসূচিতে অংশ নেন।
৯ মিনিট আগেখাদিজা বেগম আরও বলেন, ‘চাঁদাবাজি করার জন্যই আমাকে না জানিয়ে কৌশলে আক্তার হোসেন মামলার বাদী হয়েছেন। রিপন হত্যার সঙ্গে বকশীগঞ্জের কোনো মানুষ জড়িত না। কারণ আমার স্বামী মারা গেছেন ঢাকার উত্তরায়। মামলা করার আগেই আক্তার হোসেন মামলার ভয় দেখিয়ে দুই শতাধিক নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকার বাণিজ্য করেছেন।
৩১ মিনিট আগেপ্রথমবারের মতো রাজশাহী এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়।
৪১ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে