হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে এমপি মমতাজ বেগম এবং উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার লেছড়াগঞ্জ বাজার, যাত্রাপুর গ্রাম ও উপজেলা চত্বরে এ হামলা ও সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।
আহতরা হলেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ দেওয়ান, বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক অসীম মিয়া, শ্রমিক লীগের আহ্বায়কের বোন আসমা, আহ্বায়কের সঙ্গে থাকা আব্দুল রাজ্জাক, সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও নিরঞ্জন।
আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও নিরঞ্জন উপজেলা চেয়ারম্যানের সমর্থক বলে জানা গেছে। অন্য চারজন এমপির সমর্থক। পরে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য। তিনি আজকের পত্রিকাকে বলেন, চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। উপজেলা চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আহতদের মধ্যে শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ দেওয়ান মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ দেওয়ান বলেন, ‘ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস করার কারণে এবং এমপি মমতাজ বেগমের পক্ষে রাজনীতি করি বলে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে এসে উপজেলা চেয়ারম্যানের ছেলেসহ তার লোকজন হামলা করে এবং আমাকে, রাজ্জাককে এবং আমার বোনকে রক্তাক্ত করেছে।’
আহত সাবেক ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘আমি উপজেলায় যাচ্ছিলাম। উপজেলা চত্বরে আসা মাত্র ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমানের নেতৃত্বে ২০-২৫ জন অতর্কিত হামলা করে আমাকে রক্তাক্ত করেছে। কেন হামলা করেছে, বলতে পারব না।’
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমান বলেন, ‘উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ছেলে নবীনুর দেওয়ান বারবার ছাত্রলীগের নেতাদের ওপর হামলা করছে। আজ শ্রমিক লীগের আহ্বায়ক ও তাঁর বোনকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এসে জখম করেছে। এ ঘটনার বিচার দাবি করছি।’
এ বিষয়ে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগে ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করানো হচ্ছে। সকল অভিযোগই বানোয়াট এবং ভিত্তিহীন।’
এ বিষয়ে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের ছেলে নবীনুর দেওয়ান হরিরামপুরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। উপজেলা চেয়ারম্যানের ছেলে এত বেপরোয়া অথচ উপজেলা চেয়ারম্যান কেন নিয়ন্ত্রণ করছে না, জানি না। উনার ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও হয়েছে। আমি এসপি ও ডিসিসহ প্রশাসনকে জানিয়েছি। ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে কয়েকজনকে আটকও করেছে পুলিশ।’
মানিকগঞ্জের হরিরামপুরে এমপি মমতাজ বেগম এবং উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার লেছড়াগঞ্জ বাজার, যাত্রাপুর গ্রাম ও উপজেলা চত্বরে এ হামলা ও সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।
আহতরা হলেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ দেওয়ান, বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক অসীম মিয়া, শ্রমিক লীগের আহ্বায়কের বোন আসমা, আহ্বায়কের সঙ্গে থাকা আব্দুল রাজ্জাক, সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও নিরঞ্জন।
আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও নিরঞ্জন উপজেলা চেয়ারম্যানের সমর্থক বলে জানা গেছে। অন্য চারজন এমপির সমর্থক। পরে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য। তিনি আজকের পত্রিকাকে বলেন, চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। উপজেলা চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আহতদের মধ্যে শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ দেওয়ান মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ দেওয়ান বলেন, ‘ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস করার কারণে এবং এমপি মমতাজ বেগমের পক্ষে রাজনীতি করি বলে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে এসে উপজেলা চেয়ারম্যানের ছেলেসহ তার লোকজন হামলা করে এবং আমাকে, রাজ্জাককে এবং আমার বোনকে রক্তাক্ত করেছে।’
আহত সাবেক ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘আমি উপজেলায় যাচ্ছিলাম। উপজেলা চত্বরে আসা মাত্র ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমানের নেতৃত্বে ২০-২৫ জন অতর্কিত হামলা করে আমাকে রক্তাক্ত করেছে। কেন হামলা করেছে, বলতে পারব না।’
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমান বলেন, ‘উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ছেলে নবীনুর দেওয়ান বারবার ছাত্রলীগের নেতাদের ওপর হামলা করছে। আজ শ্রমিক লীগের আহ্বায়ক ও তাঁর বোনকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এসে জখম করেছে। এ ঘটনার বিচার দাবি করছি।’
এ বিষয়ে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগে ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করানো হচ্ছে। সকল অভিযোগই বানোয়াট এবং ভিত্তিহীন।’
এ বিষয়ে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের ছেলে নবীনুর দেওয়ান হরিরামপুরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। উপজেলা চেয়ারম্যানের ছেলে এত বেপরোয়া অথচ উপজেলা চেয়ারম্যান কেন নিয়ন্ত্রণ করছে না, জানি না। উনার ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও হয়েছে। আমি এসপি ও ডিসিসহ প্রশাসনকে জানিয়েছি। ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে কয়েকজনকে আটকও করেছে পুলিশ।’
যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ হোসেন আশা হত্যাকাণ্ডের মামলার আসামিদের হাতে ২২ বছর পর তাঁর ভাই আনিসুর রহমান (৫৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে কুপিয়ে জখম করা হলে আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় আনিসুরের ফুপাতো ভাই আব্দুস সালাম আহত হয়েছেন
২৫ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। দুই জেলার শ্রমিকদের পাল্টাপাল্টি মারধরের জেরে আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই রুটে কোনো বাস চলাচল করেনি।
১ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অফিসের মালামাল সরিয়েছে অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। এ বিষয়ে এভসেক–এর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এপিবিএন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামের এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিস এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে