মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আনোয়ার হোসেন (১১) বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে মারা যায় আনোয়ার।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু। শিশু আনোয়ারের বাড়ি চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামে। আনোয়ার হোসেন হাফিজপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। সে ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত।
পরিবার বলছে, গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে একটি ডাল কাটতে গাছে ওঠে আনোয়ার। সেখানে গাছের সঙ্গে লাগোয়া বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয় সে। প্রথমে গাছ থেকে ছিটকে বাড়ির টিনের চালের ওপর পড়ে, সেখান থেকে সে মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। আনোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় নেওয়া হয়।
হাফিজপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মুশফিকুর রহমান শিশু আনোয়ারের পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আজ বুধবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মরদেহ আনার ব্যবস্থা হচ্ছে।’
চালাকচর ইউপি চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু ঘটনার সত্যতা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। শিশুটির মরদেহ বাড়িতে আনার ব্যবস্থা করা হচ্ছে।’
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জহিরুল আলমের কাছে জানতে চাইলে বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।
নরসিংদীর মনোহরদীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আনোয়ার হোসেন (১১) বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে মারা যায় আনোয়ার।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু। শিশু আনোয়ারের বাড়ি চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামে। আনোয়ার হোসেন হাফিজপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। সে ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত।
পরিবার বলছে, গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে একটি ডাল কাটতে গাছে ওঠে আনোয়ার। সেখানে গাছের সঙ্গে লাগোয়া বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয় সে। প্রথমে গাছ থেকে ছিটকে বাড়ির টিনের চালের ওপর পড়ে, সেখান থেকে সে মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। আনোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় নেওয়া হয়।
হাফিজপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মুশফিকুর রহমান শিশু আনোয়ারের পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আজ বুধবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মরদেহ আনার ব্যবস্থা হচ্ছে।’
চালাকচর ইউপি চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু ঘটনার সত্যতা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। শিশুটির মরদেহ বাড়িতে আনার ব্যবস্থা করা হচ্ছে।’
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জহিরুল আলমের কাছে জানতে চাইলে বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে