নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দিল্লিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি মেরামত করে আজ রোববার সকালে ঢাকায় আনা হয়েছে। শনিবার (২০ আগস্ট) ঢাকা থেকে দিল্লিতে পৌঁছানোর পরই বিমান বাংলাদেশের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় সেই উড়োজাহাজে যাত্রী নিয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও তা সম্ভব হয়নি।
পরে যাত্রীদের দেশে ফেরাতে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠিয়েছিল বিমান। একই সঙ্গে বিমানের প্রকৌশলী পাঠানো হয়েছিল উড়োজাহাজটি মেরামত করে ফিরিয়ে আনতে।
আজ রোববার দুপুরে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকা বলেন, ‘দিল্লিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়া উড়োজাহাজটি মেরামত করে আজ সকালে ঢাকায় আনা হয়েছে। এটা এখন নতুন ফ্লাইটের জন্য প্রস্তুত। আর ১৬২ জন যাত্রীকে অন্য একটি উড়োজাহাজে রাত ২টার দিকে দেশে আনা হয়েছে।’
বিমান সূত্র জানিয়েছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে পর বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের হাইড্রোলিকের পাইপে লিকেজ দেখা যায়। উড়োজাহাজটির ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়া যায়নি।
প্রসঙ্গত, এর আগে ১৮ জুলাই উড়োজাহাজের কারিগরি ত্রুটির কারণে পাঁচ ঘণ্টার বেশি সময় পশ্চিমবঙ্গের কলকাতায় আটকে থাকতে হয়েছিল বিমানের যাত্রীদের। উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি সেদিন নির্ধারিত সময়ে ছাড়েনি।
দিল্লিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি মেরামত করে আজ রোববার সকালে ঢাকায় আনা হয়েছে। শনিবার (২০ আগস্ট) ঢাকা থেকে দিল্লিতে পৌঁছানোর পরই বিমান বাংলাদেশের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় সেই উড়োজাহাজে যাত্রী নিয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও তা সম্ভব হয়নি।
পরে যাত্রীদের দেশে ফেরাতে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠিয়েছিল বিমান। একই সঙ্গে বিমানের প্রকৌশলী পাঠানো হয়েছিল উড়োজাহাজটি মেরামত করে ফিরিয়ে আনতে।
আজ রোববার দুপুরে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকা বলেন, ‘দিল্লিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়া উড়োজাহাজটি মেরামত করে আজ সকালে ঢাকায় আনা হয়েছে। এটা এখন নতুন ফ্লাইটের জন্য প্রস্তুত। আর ১৬২ জন যাত্রীকে অন্য একটি উড়োজাহাজে রাত ২টার দিকে দেশে আনা হয়েছে।’
বিমান সূত্র জানিয়েছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে পর বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের হাইড্রোলিকের পাইপে লিকেজ দেখা যায়। উড়োজাহাজটির ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়া যায়নি।
প্রসঙ্গত, এর আগে ১৮ জুলাই উড়োজাহাজের কারিগরি ত্রুটির কারণে পাঁচ ঘণ্টার বেশি সময় পশ্চিমবঙ্গের কলকাতায় আটকে থাকতে হয়েছিল বিমানের যাত্রীদের। উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি সেদিন নির্ধারিত সময়ে ছাড়েনি।
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
১৯ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে