নিজস্ব প্রতিবেদক ও টঙ্গী প্রতিনিধি
দিনভর শান্তপূর্ণ ভোট গ্রহণের পর এখন চলছে গণনা। আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণার অপেক্ষায় আছে নগরবাসী। নগরীর বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন।
ফলাফল জানতে ও মেয়র প্রার্থী আজমত উল্লা খানের সঙ্গে দেখা করতে আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকেই দলীয় নেতা-কর্মীসহ আশপাশের লোকজন টঙ্গী বাজার এলাকায় তাঁর বাসভবনের জড়ো হচ্ছেন। উপস্থিত সবার আলোচনায় রয়েছে ভোটের হিসাব।
ভোট গ্রহণ শেষে বিকেলে বঙ্গতাজ অডিটরিয়াম এই রিটার্নিং কর্মকর্তা যখন ফলাফল ঘোষণা করেন, তখন থেকেই জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সেখানে উপস্থিত ছিলেন। আর অডিটরিয়ামের বাইরে ছিল জাহাঙ্গীর আলমের সমর্থকেরা। প্রতিটি কেন্দ্রের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই বাইরে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন তাঁরা। তবে তার ভিন্ন চিত্র দেখা গেছে আজমত উল্লার ক্ষেত্রে। বিকেলে তিনি গাজীপুর থাকলেও সন্ধ্যার পর তাঁকে আর গাজীপুর দেখা যায়নি। এরপর রাত সাড়ে ৮টায় জানা যায় তিনি তাঁর টঙ্গী বাসভবনে ফিরে গেছেন।
অসমর্থিত সূত্রে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, ১৩৩টি কেন্দ্রে আজমত উল্লা ভোট পেয়েছেন ৫৮ হাজার ২৫টি। অপর দিকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ভোট পেয়েছে ৬৮ হাজার ৮০০টি।
রাত দশটায় বেসরকারিভাবে প্রাপ্ত ৭৩ কেন্দ্রের ফলাফল থেকে জানা যায়, মোট ভোট পড়েছে ৮৯ হাজার ১৯৩। এর মধ্যে আজমত উল্লাহ পেয়েছেন ৩৫ হাজার ৮৮৬ ও জায়েদা খাতুন ৩৬৪৫৯ ভোট।
টঙ্গীতে আজমত উল্লা খানের বাড়িতে একেকটি কেন্দ্রের বিজয়ের ফল ঘোষণা হলেই আজমত উল্লা খানের সমর্থক ও নেতা-কর্মীরা উল্লাস করছেন।
ভোট চলাকালে নগরীর বিভিন্ন কেন্দ্রে যান আজমত উল্লা খান। বিকেলে ভোট গ্রহণ শেষে গাজীপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে ফিরে আসেন।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:
দিনভর শান্তপূর্ণ ভোট গ্রহণের পর এখন চলছে গণনা। আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণার অপেক্ষায় আছে নগরবাসী। নগরীর বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন।
ফলাফল জানতে ও মেয়র প্রার্থী আজমত উল্লা খানের সঙ্গে দেখা করতে আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকেই দলীয় নেতা-কর্মীসহ আশপাশের লোকজন টঙ্গী বাজার এলাকায় তাঁর বাসভবনের জড়ো হচ্ছেন। উপস্থিত সবার আলোচনায় রয়েছে ভোটের হিসাব।
ভোট গ্রহণ শেষে বিকেলে বঙ্গতাজ অডিটরিয়াম এই রিটার্নিং কর্মকর্তা যখন ফলাফল ঘোষণা করেন, তখন থেকেই জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সেখানে উপস্থিত ছিলেন। আর অডিটরিয়ামের বাইরে ছিল জাহাঙ্গীর আলমের সমর্থকেরা। প্রতিটি কেন্দ্রের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই বাইরে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন তাঁরা। তবে তার ভিন্ন চিত্র দেখা গেছে আজমত উল্লার ক্ষেত্রে। বিকেলে তিনি গাজীপুর থাকলেও সন্ধ্যার পর তাঁকে আর গাজীপুর দেখা যায়নি। এরপর রাত সাড়ে ৮টায় জানা যায় তিনি তাঁর টঙ্গী বাসভবনে ফিরে গেছেন।
অসমর্থিত সূত্রে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, ১৩৩টি কেন্দ্রে আজমত উল্লা ভোট পেয়েছেন ৫৮ হাজার ২৫টি। অপর দিকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ভোট পেয়েছে ৬৮ হাজার ৮০০টি।
রাত দশটায় বেসরকারিভাবে প্রাপ্ত ৭৩ কেন্দ্রের ফলাফল থেকে জানা যায়, মোট ভোট পড়েছে ৮৯ হাজার ১৯৩। এর মধ্যে আজমত উল্লাহ পেয়েছেন ৩৫ হাজার ৮৮৬ ও জায়েদা খাতুন ৩৬৪৫৯ ভোট।
টঙ্গীতে আজমত উল্লা খানের বাড়িতে একেকটি কেন্দ্রের বিজয়ের ফল ঘোষণা হলেই আজমত উল্লা খানের সমর্থক ও নেতা-কর্মীরা উল্লাস করছেন।
ভোট চলাকালে নগরীর বিভিন্ন কেন্দ্রে যান আজমত উল্লা খান। বিকেলে ভোট গ্রহণ শেষে গাজীপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে ফিরে আসেন।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
২৩ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে