নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে লালন আখড়ার সাধুসঙ্গে হামলা চালিয়ে বাদ্যযন্ত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আজ সোমবার ভাঙচুর করা সে সব বাদ্যযন্ত্রের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। এ দিকে লালন সংগীতকে ধ্বংস করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকার লালন শিল্পী ও ভক্তরা।
গতকাল রোববার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের ভাবলা গ্রামে জাহাঙ্গীর আলমের লালন সংগীতের আখড়ায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান সাধুসঙ্গে যাওয়া শিল্পীরা। তবে পুলিশ ও স্থানীয়দের দাবি, ওই এলাকার একটি ড্রাগন বাগানে দুজন মাতালের ঝগড়ার একপর্যায়ে গানের কিছু বাদ্যযন্ত্র ভেঙে ফেলার ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সংগীত শিল্পী রনি জাবালিসহ অন্য শিল্পীদের অভিযোগ—রোববার বিকেল ৪টার দিকে ওই আখড়ায় সাধুসঙ্গ ও গান-বাজনা চলছিল। এ সময় অতর্কিতভাবে স্থানীয় শাহীন শেখ, জাহাঙ্গীর শেখ, শরীফ শেখ, ফজুর শেখসহ ৬-৭ জন মাতাল অবস্থায় সেখানে হামলা চালায়। এ সময় তাঁরা একতারা, ডুগি, হাতবাড়া, খমক, দোতারা, সারিন্দা, তবলা, উকুলেলে, গিটার, বাঁশিসহ সব বাদ্যযন্ত্র ভাঙচুর করে ও সাধুদের তাড়া করে।
অভিযুক্ত জাহাঙ্গীর শেখের চাচা শেখ ফজলুল হক আজকের পত্রিকাকে জানান, তাঁর ভাতিজা জাহাঙ্গীর গিয়ে তাদের জানান-ওই আখড়ায় তাঁকে মারধর করা হয়েছে। এ কথা শুনে তাঁরা কয়েকজন ঘটনাস্থলে গেলে, আশ্রমে থাকা লোকজন নদীর ওপাড়ে চলে যায়। পরে তাঁরাও ফিরে আসেন।
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এলাকায় মন্দির ভাঙচুর হয়েছে জানিয়ে সকালে একজন সকালে থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে জানতে পারে সেখানে ও আশপাশে কোনো মন্দির নেই। এরপরে শোনা যায়, ওই এলাকার একটি ড্রাগন বাগানে দুই মাতাল ঝগড়া করে গানের কিছু বাদ্যযন্ত্র ভেঙে ফেলেছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
নরসিংদীর বেলাবতে লালন আখড়ার সাধুসঙ্গে হামলা চালিয়ে বাদ্যযন্ত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আজ সোমবার ভাঙচুর করা সে সব বাদ্যযন্ত্রের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। এ দিকে লালন সংগীতকে ধ্বংস করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকার লালন শিল্পী ও ভক্তরা।
গতকাল রোববার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের ভাবলা গ্রামে জাহাঙ্গীর আলমের লালন সংগীতের আখড়ায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান সাধুসঙ্গে যাওয়া শিল্পীরা। তবে পুলিশ ও স্থানীয়দের দাবি, ওই এলাকার একটি ড্রাগন বাগানে দুজন মাতালের ঝগড়ার একপর্যায়ে গানের কিছু বাদ্যযন্ত্র ভেঙে ফেলার ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সংগীত শিল্পী রনি জাবালিসহ অন্য শিল্পীদের অভিযোগ—রোববার বিকেল ৪টার দিকে ওই আখড়ায় সাধুসঙ্গ ও গান-বাজনা চলছিল। এ সময় অতর্কিতভাবে স্থানীয় শাহীন শেখ, জাহাঙ্গীর শেখ, শরীফ শেখ, ফজুর শেখসহ ৬-৭ জন মাতাল অবস্থায় সেখানে হামলা চালায়। এ সময় তাঁরা একতারা, ডুগি, হাতবাড়া, খমক, দোতারা, সারিন্দা, তবলা, উকুলেলে, গিটার, বাঁশিসহ সব বাদ্যযন্ত্র ভাঙচুর করে ও সাধুদের তাড়া করে।
অভিযুক্ত জাহাঙ্গীর শেখের চাচা শেখ ফজলুল হক আজকের পত্রিকাকে জানান, তাঁর ভাতিজা জাহাঙ্গীর গিয়ে তাদের জানান-ওই আখড়ায় তাঁকে মারধর করা হয়েছে। এ কথা শুনে তাঁরা কয়েকজন ঘটনাস্থলে গেলে, আশ্রমে থাকা লোকজন নদীর ওপাড়ে চলে যায়। পরে তাঁরাও ফিরে আসেন।
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এলাকায় মন্দির ভাঙচুর হয়েছে জানিয়ে সকালে একজন সকালে থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে জানতে পারে সেখানে ও আশপাশে কোনো মন্দির নেই। এরপরে শোনা যায়, ওই এলাকার একটি ড্রাগন বাগানে দুই মাতাল ঝগড়া করে গানের কিছু বাদ্যযন্ত্র ভেঙে ফেলেছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
১৯ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে