বাবার চেয়ে ১৯ বছরের বড় ছেলে! 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৬: ০৩
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৩: ৫৩
Thumbnail image

বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এমন ভুল হওয়ায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে ছেলেকে। এমনকি মা-বাবার নামও ভুল রয়েছে তাঁর এনআইডিতে।

বয়সের এমন পার্থক্য দেখা গেছে নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ৩ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা মো. এনামুল হকের জাতীয় পরিচয়পত্রে।

মো. এনামুল হকের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী,  বাবা মো. জালাল মিয়ার জন্মতারিখ ১৯৬৮ সালের ২ জানুয়ারি। আর ছেলে মো. এনামুল হকের জন্ম তারিখ ১৯৪৯ সালের ১ জানুয়ারি। সে হিসাবে বাবার বর্তমান বয়স ৫৬ বছর ৮ মাস ২৯ দিন, আর ছেলের বয়স ৭৫ বছর ৯ মাস। অর্থাৎ বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স।

এদিকে শুধু বয়সই নয়। জাতীয় পরিচয়পত্রে ছেলের বাবা ও মায়ের নামও ভুল লিপিবদ্ধ করা হয়েছে। যেখানে বাবার নাম মো. জালাল মিয়া এবং মায়ের নাম মোছা. রাজিয়া বেগম হওয়ার কথা, সেখানে দেওয়া হয়েছে মো.  জালাল উদ্দীন ও মোছা. রাজিয়া।

ছেলে মো. এনামুল হক জানান, লেখাপড়া জানেন না তিনি। তাঁর বর্তমান বয়স ৩৩ বছর। বয়সের এমন ব্যবধানের জন্য জাতীয় পরিচয়পত্র দিয়ে কোথাও কোনো কাজ করতে পারছেন না। জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে তাঁর বয়স বেশি থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। ইতিমধ্যে প্রবাসে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এনআইডিতে ভুল থাকায় পাসপোর্ট করতে পারেননি। এ ছাড়া পারিবারিক নানা প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারছেন না তিনি।

বাবা মো. জালাল মিয়া বলেন, তার ছেলের আইডি কার্ড দিয়ে অনেক কাজই করতে পারছেন না। এটা ঠিক হওয়া খুবই দরকার। এজন্য সামনে ঢাকায় গিয়ে সংশোধনের জন্য আবেদন করবেন।

এ ব্যাপারে জানতে চাইলে রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, ‘বাবার চেয়ে ছেলের বয়স বেশি হতে পারে না, এ রকম হলে ছেলেটি নানা বিড়ম্বনায় পড়বে সেটাই স্বাভাবিক। এই ভুলটি হয়তোবা অজ্ঞতাবশত হয়েছে। বয়স সংশোধন ‘গ’ ক্যাটাগরির আবেদন ঢাকা বিভাগীয় অফিস দেখে। তবে তদন্ত আমাদের কাছে আসবে, ছেলেটির বয়স সংশোধনে আমরা পূর্ণ সহযোগিতা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত