নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড পরিচালিত ই-কমার্স প্রতিষ্ঠান 'ধামাকা শপিং ডটকমের' কাছে পাওনা ২০০ কোটি টাকা ফেরতের দাবি জানিয়েছেন ধামাকার সেলাররা। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের সেলার অ্যাসোসিয়েশনের ব্যানারে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেলার অ্যাসোসিয়েশনের গণযোগাযোগ সমন্বয়ক জাহিদুল ইসলাম।
জাহিদুল ইসলাম বলেন, গত বছরের ডিসেম্বর থেকে ধামাকা শপিং ডট কমের নির্দেশনা ও চুক্তি অনুযায়ী আমরা পণ্য সরবরাহ করে যাচ্ছিলাম। চুক্তিতে স্পষ্ট লেখা ছিল, পণ্য সরবরাহ করে বা ধামাকার নির্দেশিত গ্রাহকদের পণ্য দিয়ে বিল জমা করার ১০ দিনের মধ্যে ধামাকা পাওনা অর্থ পরিশোধ করবে। কিন্তু সেই ১০ দিনের জায়গায় এরই মধ্যে ১৬০ দিন অতিবাহিত হয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে ধামাকার নির্দেশিত গ্রাহকদের কাছে পণ্য সরবরাহ বাবদ সেলারদের পাওনা প্রায় ২০০ কোটি টাকা।
তিনি আরও বলেন, যুব ও এসএমই ব্যবসায়ী হিসেবে আমরা আমাদের শেষ সম্বল, আত্মীয়স্বজন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করে আজ রাস্তার ফকির ও নিঃস্ব হয়ে গেছি। পাওনা অর্থ উদ্ধারের জন্য প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও মালিকপক্ষের কারও সঙ্গে সরাসরি কোনো সাক্ষাৎ বা সমাধান পাইনি। এমনকি কোম্পানির চেয়ারম্যান ডা. এম আলীর সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য তাঁর বাসভবনে যাওয়ার পরও তিনি সেলারদের সঙ্গে দেখা করেননি। এ সময় তিনি ধামাকার সেলার বা মার্চেন্ট হিসেবে প্রায় ৬৫০ জন এসএমই উদ্যোক্তা কোম্পানির সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।
ধামাকা কর্তৃপক্ষ এবং সরকারের কাছে দুই দফা দাবি
১. ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ডা. এম আলী সেলারদের পাওনা অর্থ ফেরতদান এবং গ্রাহকদের পণ্য সরবরাহ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
২. সেলার ও তিন লক্ষাধিক গ্রাহকের মানবিক দিক বিবেচনা করে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যাংক হিসাব খুলে দেওয়াসহ ধামাকা সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে।
এসব দাবি পূরণ করতে ধামাকার চেয়ারম্যান এম আলী ও ব্যবস্থাপনা পরিচাল জসিমউদ্দীন চিশতীকে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছে সেলার অ্যাসোসিয়েশন। অন্যথায় সমস্যা সমাধানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম ইমন। এ সময় তিনি সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড পরিচালিত ই-কমার্স প্রতিষ্ঠান 'ধামাকা শপিং ডটকমের' কাছে পাওনা ২০০ কোটি টাকা ফেরতের দাবি জানিয়েছেন ধামাকার সেলাররা। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের সেলার অ্যাসোসিয়েশনের ব্যানারে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেলার অ্যাসোসিয়েশনের গণযোগাযোগ সমন্বয়ক জাহিদুল ইসলাম।
জাহিদুল ইসলাম বলেন, গত বছরের ডিসেম্বর থেকে ধামাকা শপিং ডট কমের নির্দেশনা ও চুক্তি অনুযায়ী আমরা পণ্য সরবরাহ করে যাচ্ছিলাম। চুক্তিতে স্পষ্ট লেখা ছিল, পণ্য সরবরাহ করে বা ধামাকার নির্দেশিত গ্রাহকদের পণ্য দিয়ে বিল জমা করার ১০ দিনের মধ্যে ধামাকা পাওনা অর্থ পরিশোধ করবে। কিন্তু সেই ১০ দিনের জায়গায় এরই মধ্যে ১৬০ দিন অতিবাহিত হয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে ধামাকার নির্দেশিত গ্রাহকদের কাছে পণ্য সরবরাহ বাবদ সেলারদের পাওনা প্রায় ২০০ কোটি টাকা।
তিনি আরও বলেন, যুব ও এসএমই ব্যবসায়ী হিসেবে আমরা আমাদের শেষ সম্বল, আত্মীয়স্বজন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করে আজ রাস্তার ফকির ও নিঃস্ব হয়ে গেছি। পাওনা অর্থ উদ্ধারের জন্য প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও মালিকপক্ষের কারও সঙ্গে সরাসরি কোনো সাক্ষাৎ বা সমাধান পাইনি। এমনকি কোম্পানির চেয়ারম্যান ডা. এম আলীর সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য তাঁর বাসভবনে যাওয়ার পরও তিনি সেলারদের সঙ্গে দেখা করেননি। এ সময় তিনি ধামাকার সেলার বা মার্চেন্ট হিসেবে প্রায় ৬৫০ জন এসএমই উদ্যোক্তা কোম্পানির সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।
ধামাকা কর্তৃপক্ষ এবং সরকারের কাছে দুই দফা দাবি
১. ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ডা. এম আলী সেলারদের পাওনা অর্থ ফেরতদান এবং গ্রাহকদের পণ্য সরবরাহ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
২. সেলার ও তিন লক্ষাধিক গ্রাহকের মানবিক দিক বিবেচনা করে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যাংক হিসাব খুলে দেওয়াসহ ধামাকা সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে।
এসব দাবি পূরণ করতে ধামাকার চেয়ারম্যান এম আলী ও ব্যবস্থাপনা পরিচাল জসিমউদ্দীন চিশতীকে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছে সেলার অ্যাসোসিয়েশন। অন্যথায় সমস্যা সমাধানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম ইমন। এ সময় তিনি সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে