কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
গত ২২ জুলাই কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষদের সংঘর্ষে হুমায়ুন কবীর (৩৩) নামে এক যুবক নিহত এবং ১৫-২০ জন আহত হয়। আহতদের মধ্যে মো. কবির মিয়া (৪২) ঘটনার ৮ দিনপর গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কবির মিয়া রায়খলা গ্রামের মৃত আপতাব উদ্দিনের পুত্র।
উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নে রায়খলা ও সতরদ্রোন গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়।
শনিবার সকালে কবির মিয়ার মরদেহ কটিয়াদী মডেল থানায় নিয়ে আসলে পুলিশ নিহতের চিকিৎসা এবং হাসপাতালের রিলিজের কাগজপত্র দেখতে চাইলে স্বজনেরা প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় তাঁর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়। কবির মিয়ার স্বজনেরা পুলিশকে জানান, কবির মিয়াকে প্রথমে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার উন্নতি হলে তাঁকে বাড়ি নিয়ে আসেন। পরে বৃহস্পতিবার আবারও তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কবির মিয়া মারা যান।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা মরদেহ নিয়ে আসে। এ ছাড়া কোথায়–কীভাবে চিকিৎসা করেছিলেন তার প্রকৃত তথ্য না থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
নিহত হুমায়ুন আহমেদের ভাই মো. মামুন মিয়া বাদী হয়ে গত ২৪ জুলাই কটিয়াদী মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে এবং ৪-৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
সহশ্রাম ধূলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ আজকের পত্রিকাকে জানান, ‘কবির মিয়া কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর কিছুটা উন্নতি হলে রিলিজ নিয়ে বাড়ি চলে আসেন। হঠাৎ তার অবস্থার অবনতি হলে ঢাকায় এক হাসপাতালে চিকিৎসার জন্য নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় আহত আরও অনেক জখমের শারীরিক উন্নতি হলে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে এসে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খাচ্ছে।’
গত ২২ জুলাই কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষদের সংঘর্ষে হুমায়ুন কবীর (৩৩) নামে এক যুবক নিহত এবং ১৫-২০ জন আহত হয়। আহতদের মধ্যে মো. কবির মিয়া (৪২) ঘটনার ৮ দিনপর গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কবির মিয়া রায়খলা গ্রামের মৃত আপতাব উদ্দিনের পুত্র।
উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নে রায়খলা ও সতরদ্রোন গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়।
শনিবার সকালে কবির মিয়ার মরদেহ কটিয়াদী মডেল থানায় নিয়ে আসলে পুলিশ নিহতের চিকিৎসা এবং হাসপাতালের রিলিজের কাগজপত্র দেখতে চাইলে স্বজনেরা প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় তাঁর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়। কবির মিয়ার স্বজনেরা পুলিশকে জানান, কবির মিয়াকে প্রথমে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার উন্নতি হলে তাঁকে বাড়ি নিয়ে আসেন। পরে বৃহস্পতিবার আবারও তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কবির মিয়া মারা যান।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা মরদেহ নিয়ে আসে। এ ছাড়া কোথায়–কীভাবে চিকিৎসা করেছিলেন তার প্রকৃত তথ্য না থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
নিহত হুমায়ুন আহমেদের ভাই মো. মামুন মিয়া বাদী হয়ে গত ২৪ জুলাই কটিয়াদী মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে এবং ৪-৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
সহশ্রাম ধূলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ আজকের পত্রিকাকে জানান, ‘কবির মিয়া কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর কিছুটা উন্নতি হলে রিলিজ নিয়ে বাড়ি চলে আসেন। হঠাৎ তার অবস্থার অবনতি হলে ঢাকায় এক হাসপাতালে চিকিৎসার জন্য নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় আহত আরও অনেক জখমের শারীরিক উন্নতি হলে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে এসে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খাচ্ছে।’
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে