Ajker Patrika

রাজধানীর বাড্ডা থেকে তরুণীর লাশ উদ্ধার 

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৭: ৪৬
রাজধানীর বাড্ডা থেকে তরুণীর লাশ উদ্ধার 

রাজধানীর বাড্ডা এলাকায় এক তরুণী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। নিহত তরুণীর নাম হ্যাপী মণি (২৩)।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাড্ডার হাজীপাড়ার আব্দুল্লাহবাগ মসজিদের পাশের বাসায় ঘটনাটি ঘটে। দেখতে পেয়ে স্বজনেরা দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত হ্যাপীর ভাই ফজলে রাব্বী বলেন, তাঁরা বাড্ডার আব্দুল্লাহবাগ মসজিদের পাশের বাসায় ভাড়া থাকেন। বাবা জাফর হোসেন অনেক আগেই মারা গেছেন। তাঁদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সামন্তশাহ বাংলাবাজার গ্রামে। চার ভাই ও দুই বোনের মধ্যে হ্যাপী ছিলেন দ্বিতীয়।

রাব্বী আরও বলেন, মা ফিরোজা বেগমকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকেন তাঁরা। হ্যাপী উত্তর বাড্ডা রত্নগর্ভা ফরিদাজামান স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। সকাল থেকে নিজের রুমেই ছিলেন। দুপুর ১২টার দিকে হ্যাপীর রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তাঁরা। অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায় তিনি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে বাড্ডা থানার পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত