রাজবাড়ী প্রতিনিধি
অতিরিক্ত টাকা নিয়েও পাসপোর্ট করে না দেওয়ায় অভিযোগে তছির খান (৩৫) নামে এক দালালকে পুলিশে দিয়েছেন ভুক্তভোগী। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী শহরের আলাদীপুর এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার তছির খান আলাদীপুর এলাকার বাসিন্দা ও পাসপোর্ট অফিসের সামনে ভেনাস ফার্মেসি নামে তাঁর ওষুধের দোকান রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হলেন—রাকিব হোসেন মৃধা। তিনি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাড়াল গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী রাকিব হাসান আজকের পত্রিকাকে জানান, ২০২২ সালের ১০ জুলাই তিনি পাসপোর্ট করার জন্য রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে তছির খানের ফার্মেসির সামনে অবস্থান করছিলেন। ওই সময় তছির খান তাঁর সঙ্গে সখ্যতা গড়ে তুলে এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট করে দেবেন বলে আশ্বস্ত করেন। এ জন্য তিনি ১৫ হাজার টাকা দাবি করে। রাকিব ওই দিনই সাড়ে ১২ হাজার টাকা তছির খানকে দেন। বাকি টাকা পাসপোর্ট পাওয়ার পর দেবেন বলে জানান। পরে ১৮ জুলাই পাসপোর্ট আনার জন্য গেলে অভিযুক্ত আরও কিছুদিন সময় চান। সে সময় অতিবাহিত হলেও পাসপোর্ট দিতে না পারায় ভুক্তভোগী তাঁর টাকা ফেরত চান। কিন্তু তছির খান টাকা না দিয়ে নানান টালবাহানা শুরু করে।
ভুক্তভোগী আরও জানান, বৃহস্পতিবার সকালে তছিরের কাছে পুনরায় টাকা ফেরত চাইতে গেলে, একই রকম টালবাহানা শুরু করেন। এ সময় ভুক্তভোগী আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে, তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তছির। এ সময় ভুক্তভোগী স্থানীয়দের সহায়তায় তছিরকে আটক করে পুলিশে দেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান করা হয়েছে।’
অতিরিক্ত টাকা নিয়েও পাসপোর্ট করে না দেওয়ায় অভিযোগে তছির খান (৩৫) নামে এক দালালকে পুলিশে দিয়েছেন ভুক্তভোগী। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী শহরের আলাদীপুর এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার তছির খান আলাদীপুর এলাকার বাসিন্দা ও পাসপোর্ট অফিসের সামনে ভেনাস ফার্মেসি নামে তাঁর ওষুধের দোকান রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হলেন—রাকিব হোসেন মৃধা। তিনি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাড়াল গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী রাকিব হাসান আজকের পত্রিকাকে জানান, ২০২২ সালের ১০ জুলাই তিনি পাসপোর্ট করার জন্য রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে তছির খানের ফার্মেসির সামনে অবস্থান করছিলেন। ওই সময় তছির খান তাঁর সঙ্গে সখ্যতা গড়ে তুলে এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট করে দেবেন বলে আশ্বস্ত করেন। এ জন্য তিনি ১৫ হাজার টাকা দাবি করে। রাকিব ওই দিনই সাড়ে ১২ হাজার টাকা তছির খানকে দেন। বাকি টাকা পাসপোর্ট পাওয়ার পর দেবেন বলে জানান। পরে ১৮ জুলাই পাসপোর্ট আনার জন্য গেলে অভিযুক্ত আরও কিছুদিন সময় চান। সে সময় অতিবাহিত হলেও পাসপোর্ট দিতে না পারায় ভুক্তভোগী তাঁর টাকা ফেরত চান। কিন্তু তছির খান টাকা না দিয়ে নানান টালবাহানা শুরু করে।
ভুক্তভোগী আরও জানান, বৃহস্পতিবার সকালে তছিরের কাছে পুনরায় টাকা ফেরত চাইতে গেলে, একই রকম টালবাহানা শুরু করেন। এ সময় ভুক্তভোগী আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে, তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তছির। এ সময় ভুক্তভোগী স্থানীয়দের সহায়তায় তছিরকে আটক করে পুলিশে দেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান করা হয়েছে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগে