ঢাবি প্রতিনিধি
সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে যথাযথ আয়োজন না থাকায় এবং বিভিন্ন সময়ে প্রাধ্যক্ষ ড. নাজমুন নাহারের বিরুদ্ধে শিক্ষার্থী হয়রানির অভিযোগ এনে পদত্যাগের দাবি তুলেছেন হলের শিক্ষার্থীরা। প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এ সময় তারা ‘এক দফা এক দাবি, প্রভোস্টের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, প্রভোস্ট তুই গেলি কই’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
আন্দোলনরত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তারা জানান, মেয়েদের বাকি হলগুলোতে তিন দিন যাবৎ পূজা উপলক্ষে আয়োজন চলছে, কিন্তু আমাদের হলে কিছু হয়নি। এর আগে হলে আগুন লাগে, তখনো প্রভোস্ট আসেননি। বিভিন্ন সময়ে প্রভোস্ট আমাদের হয়রানি করেন, ফেসবুকে পোস্ট দিলে সেগুলোর স্ক্রিনশট নিয়ে তাঁর রুমে ডাকেন। আমরা প্রভোস্টের পদত্যাগ চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে এসেছে, আমরা তাদের কথা শুনছি ; বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি আমলে নেবেন।’
সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে যথাযথ আয়োজন না থাকায় এবং বিভিন্ন সময়ে প্রাধ্যক্ষ ড. নাজমুন নাহারের বিরুদ্ধে শিক্ষার্থী হয়রানির অভিযোগ এনে পদত্যাগের দাবি তুলেছেন হলের শিক্ষার্থীরা। প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এ সময় তারা ‘এক দফা এক দাবি, প্রভোস্টের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, প্রভোস্ট তুই গেলি কই’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
আন্দোলনরত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তারা জানান, মেয়েদের বাকি হলগুলোতে তিন দিন যাবৎ পূজা উপলক্ষে আয়োজন চলছে, কিন্তু আমাদের হলে কিছু হয়নি। এর আগে হলে আগুন লাগে, তখনো প্রভোস্ট আসেননি। বিভিন্ন সময়ে প্রভোস্ট আমাদের হয়রানি করেন, ফেসবুকে পোস্ট দিলে সেগুলোর স্ক্রিনশট নিয়ে তাঁর রুমে ডাকেন। আমরা প্রভোস্টের পদত্যাগ চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে এসেছে, আমরা তাদের কথা শুনছি ; বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি আমলে নেবেন।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল-২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমতিয়াজ হাসান রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক প্রতিদিনের ব
৪ মিনিট আগেবগুড়ার শিবগঞ্জে মশার কয়েলের আগুনে পুড়ে বাটু মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মূখূরজান গ্রামে ওই বৃদ্ধের নিজ বসত বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেবিনা সুদে লাখ টাকার ঋণের প্রলোভনে ঢাকায় লোক জড়ো করার অভিযোগে লক্ষ্মীপুর সদর, রামগতি ও কমলনগর থানায় পৃথক তিন মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে থানায় এসব মামলা করা হয়। পৃথক তিন মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ৭৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
৪৪ মিনিট আগেআইনজীবী শিশির মনির বলেন, তিন বছর সাত মাস কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত বাবুল আক্তারকে জামিন দিয়েছেন। তাঁকে জোর করে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছেন, যা চলমান। ওই মামলায় বিজয়ী হলে তাঁর চাকরিতে যোগ দিতে বাধা থাকবে না।
১ ঘণ্টা আগে