নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া ভাড়া চাওয়ায় বাড়িওয়ালার ছয় বছরের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী ও তাঁর দুই ছেলে-মেয়েকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখারটেক এলাকায় এ ঘটনা ঘটেছে।
রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আটক ওই নারীর নাম মরিয়ম আক্তার (৩৫)। নিহতের পরিবারের দাবি, বাড়িভাড়া চাওয়া নিয়ে বিরোধেই ফারিয়াকে হত্যা করেছেন মরিয়ম।
নিহত শিশুর নাম ফারিয়া আক্তার। সে একই এলাকার ফারুক মিয়ার মেয়ে। ফারিয়া স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশু ফারিয়ার চাচা রুহুল আমিন জানান, মরিয়ম আক্তার তাঁর এক ছেলে ও এক মেয়ে নিয়ে ফারুক মিয়ার বাড়ির তৃতীয় তলায় পাঁচ মাস ধরে ভাড়া আছেন। দুই মাস ধরে তাঁরা কোনো ভাড়া দিচ্ছেন না। দুই মাসে মোট ১৩ হাজার টাকা পাওনা হয়েছে। মরিয়ম বাড়িভাড়া দেই-দিচ্ছি বলে টালবাহানা করছেন। গত সোমবার বিকেলে বাড়িভাড়া নিয়ে মরিয়মের সঙ্গে ফারুক মিয়ার বাগ্বিতণ্ডা হয়।
রুহুল আমিন বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টা থেকেই ফারুকের ছয় বছরের মেয়ে ফারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টায় বাসার তৃতীয় তলার সানশেডের ওপর ফারিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে ৯৯৯-এ ফোন দিলে রাত সাড়ে ৮টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সঙ্গে বিরোধ চলছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে মরিয়ম ও তাঁর দুই ছেলে-মেয়েকে আটক করেছি আমরা। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া ভাড়া চাওয়ায় বাড়িওয়ালার ছয় বছরের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী ও তাঁর দুই ছেলে-মেয়েকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখারটেক এলাকায় এ ঘটনা ঘটেছে।
রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আটক ওই নারীর নাম মরিয়ম আক্তার (৩৫)। নিহতের পরিবারের দাবি, বাড়িভাড়া চাওয়া নিয়ে বিরোধেই ফারিয়াকে হত্যা করেছেন মরিয়ম।
নিহত শিশুর নাম ফারিয়া আক্তার। সে একই এলাকার ফারুক মিয়ার মেয়ে। ফারিয়া স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশু ফারিয়ার চাচা রুহুল আমিন জানান, মরিয়ম আক্তার তাঁর এক ছেলে ও এক মেয়ে নিয়ে ফারুক মিয়ার বাড়ির তৃতীয় তলায় পাঁচ মাস ধরে ভাড়া আছেন। দুই মাস ধরে তাঁরা কোনো ভাড়া দিচ্ছেন না। দুই মাসে মোট ১৩ হাজার টাকা পাওনা হয়েছে। মরিয়ম বাড়িভাড়া দেই-দিচ্ছি বলে টালবাহানা করছেন। গত সোমবার বিকেলে বাড়িভাড়া নিয়ে মরিয়মের সঙ্গে ফারুক মিয়ার বাগ্বিতণ্ডা হয়।
রুহুল আমিন বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টা থেকেই ফারুকের ছয় বছরের মেয়ে ফারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টায় বাসার তৃতীয় তলার সানশেডের ওপর ফারিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে ৯৯৯-এ ফোন দিলে রাত সাড়ে ৮টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সঙ্গে বিরোধ চলছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে মরিয়ম ও তাঁর দুই ছেলে-মেয়েকে আটক করেছি আমরা। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৫ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে