Ajker Patrika

৪৬টি সোনার বারসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিক ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২৪, ২০: ৩৮
৪৬টি সোনার বারসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিক ৩ দিনের রিমান্ডে

প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের ৪৬টি সোনার বারসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিককে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের রিমান্ড মঞ্জুর করেন।

দুই চীনা নাগরিক হলেন লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। বিকেলে দুজনকে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসাইন সত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন।

আদালতে বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই মোজাফফর আলী বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার দুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। ফ্লাইটটি বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজে তল্লাশি চালান গোয়েন্দারা। এ সময় ফ্লাইটের ১৪ এ এবং ১৩ এফ আসনে থাকা যাত্রী লিউ ঝংগ্লিয়াং ও চেন জেংকের পরিচয় নিশ্চিত করা হয়। তল্লাশি করে তাঁদের কাঁধ ব্যাগে তিনটি চার্জার লাইট পাওয়া যায়।

স্ক্যানিং মেশিনে লাইটগুলো পরীক্ষা করে তাতে বিশেষ কায়দায় সোনার বার লুকিয়ে রাখার বিষয়টি ধরা পড়ে। চার্জার লাইট তিনটি ভেঙে ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দ করা এসব বারের বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারা ও শুল্ক আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত