নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে অবস্থান নেন শিক্ষার্থীরা। দুপুর ১টা পর্যন্ত এ বিক্ষোভ চলে। বিক্ষোভের ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ১১টা থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন। এতে মহাখালী, বনানী, গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন রাস্তায় চলাচলকারীরা। দুপুর ১টার দিকে অনেকটা বাধ্য হয়েই সড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালে একটি বাসের গ্লাস ভাঙচুর এবং একজন মোটরসাইকেল চালককে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। তবে এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে জানা গেছে।
গত কয়েক দিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীরর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ‘দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। বিক্ষোভকারীরা সরে যাওয়ার পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে অবস্থান নেন শিক্ষার্থীরা। দুপুর ১টা পর্যন্ত এ বিক্ষোভ চলে। বিক্ষোভের ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ১১টা থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন। এতে মহাখালী, বনানী, গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন রাস্তায় চলাচলকারীরা। দুপুর ১টার দিকে অনেকটা বাধ্য হয়েই সড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালে একটি বাসের গ্লাস ভাঙচুর এবং একজন মোটরসাইকেল চালককে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। তবে এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে জানা গেছে।
গত কয়েক দিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীরর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ‘দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। বিক্ষোভকারীরা সরে যাওয়ার পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’
মানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
২ মিনিট আগেমোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১১ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
১৬ মিনিট আগে