রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১ 

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৩৭
Thumbnail image

রাজধানীর দোলাইরপাড়ে মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাজ হোসাইন শাহিন (২২) নামে এক তরুণ মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু আমজাদ হোসেন আজিম (২০)। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহত অবস্থায় শাহিন ও আজিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক শাহিনকে সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

আহত আজিম জানান, রাতে পাঁচটি মোটরসাইকেলযোগে তাঁরা ৯ বন্ধু মিলে ঘুরতে বের হয়েছিলেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে গিয়েছিলেন তাঁরা। সকালে ঢাকায় ফেরার পথে আজিম ও শাহিন একই মোটরসাইকেলে ছিলেন। বাইক চালাচ্ছিলেন শাহিন। দোলাইরপাড় দিয়ে হানিফ ফ্লাইওভারে ওঠার পর মোড় ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শাহিন। 

আজিম আরও জানান, নিয়ন্ত্রণ হারানোর ফলে বাইক থেকে ছিটকে গিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খান তাঁরা। শাহিনের মুখমণ্ডল থেঁতলে যায়। আজিমের ডান হাত ভেঙে যায়। অন্য বন্ধুরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। আজিম একটি মোটর পার্টসের দোকানে কাজ করেন। 

নিহত শাহিনের শাশুড়ি রোজিনা আক্তার জানান, তিন বছর আগে তাঁর মেয়ে ফাহমিদা আক্তার রিমিকে বিয়ে করেন শাহিন। তাঁদের ঘরে একটি মেয়ে আছে। পরিবার নিয়ে কেরানীগঞ্জের কদমতলা এলাকায় থাকতেন। বংশালে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন শাহিন। বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। এরপর আজ সকালে তাঁর দুর্ঘটনার খবর জানতে পেরে হাসপাতালে আসেন। 
 
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শাহিনের মরদেহটি মর্গে রাখা হয়েছে। আজিম ডান হাতে আঘাত পেয়েছেন। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত