Ajker Patrika

৫ হত্যা মামলায় ছাত্রলীগের ওয়ার্ড সহসভাপতি গ্রেপ্তার

উত্তরা প্রতিনিধি, ঢাকা 
গ্রেপ্তার আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় মাসুদ আলী ওরফে কালা মাসুদ নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোরে তুরাগের আহালিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তরা ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা পশ্চিম থানার পাঁচটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি মাসুদ। তাঁর বিরুদ্ধে একই থানায় তিনটি মাদক মামলাও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত