নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি রাজু মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘাতকেরা সাংবাদিক আফতাব আহমেদের বাসায় প্রবেশ করে। এ ঘটনায় তাদের সহযোগিতা করে সাংবাদিক আফতাবের গাড়ির চালক হুমায়ুন কবির। পরে ঘাতকেরা ডাকাতির চেষ্টা করলে সাংবাদিক আফতাব বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। রাজু মুন্সি সাংবাদিক আফতাবের গাড়িচালকের আত্মীয়।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় অবস্থিত এটিইউর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এটিইউর পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহিদ এ তথ্য জানান।
এম এম হাসানুল জাহিদ বলেন, একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি রাজু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এটিইউর একটি দল। রাজু দীর্ঘ ৯ বছর বিভিন্ন ছদ্মবেশ দেশের সীমান্তবর্তী এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতেন না।
এম এম হাসানুল জাহিদ জানান, ফটো সাংবাদিক আফতাব আহমেদ পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় নিজস্ব ফ্ল্যাটে থাকতেন। তাঁর ব্যক্তিগত গাড়িচালক হুমায়ুন কবিরের সহায়তায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে রাজুসহ বেশ কয়েকজন ২০১৩ সালের ২৪ ডিসেম্বর আফতাব আহমেদের বাসায় প্রবেশ করে। তারা টাকা ও স্বর্ণালংকার লুট করার চেষ্টা করে। সাংবাদিক আফতাব তাদের বাধা দেন এবং চিৎকার করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে ঘাতকেরা আফতাবকে শ্বাসরেধে হত্যা করে। ঘটনার পরদিন ২৫ ডিসেম্বর ভিকটিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, ওই ঘটনায় ২০১৩ সালের ২৬ ডিসেম্বর রামপুরা থানায় একটি হত্যা মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের এক বছরের মাথায় রাজু মুন্সিসহ দুজন জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। পরে ২০১৭ সালে রাজুসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছর কারাদণ্ড দেন আদালত। গ্রেপ্তারের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন বিলাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল ও গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অপরজন সবুজ খানকে সাত বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি রাজু মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘাতকেরা সাংবাদিক আফতাব আহমেদের বাসায় প্রবেশ করে। এ ঘটনায় তাদের সহযোগিতা করে সাংবাদিক আফতাবের গাড়ির চালক হুমায়ুন কবির। পরে ঘাতকেরা ডাকাতির চেষ্টা করলে সাংবাদিক আফতাব বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। রাজু মুন্সি সাংবাদিক আফতাবের গাড়িচালকের আত্মীয়।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় অবস্থিত এটিইউর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এটিইউর পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহিদ এ তথ্য জানান।
এম এম হাসানুল জাহিদ বলেন, একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি রাজু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এটিইউর একটি দল। রাজু দীর্ঘ ৯ বছর বিভিন্ন ছদ্মবেশ দেশের সীমান্তবর্তী এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতেন না।
এম এম হাসানুল জাহিদ জানান, ফটো সাংবাদিক আফতাব আহমেদ পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় নিজস্ব ফ্ল্যাটে থাকতেন। তাঁর ব্যক্তিগত গাড়িচালক হুমায়ুন কবিরের সহায়তায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে রাজুসহ বেশ কয়েকজন ২০১৩ সালের ২৪ ডিসেম্বর আফতাব আহমেদের বাসায় প্রবেশ করে। তারা টাকা ও স্বর্ণালংকার লুট করার চেষ্টা করে। সাংবাদিক আফতাব তাদের বাধা দেন এবং চিৎকার করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে ঘাতকেরা আফতাবকে শ্বাসরেধে হত্যা করে। ঘটনার পরদিন ২৫ ডিসেম্বর ভিকটিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, ওই ঘটনায় ২০১৩ সালের ২৬ ডিসেম্বর রামপুরা থানায় একটি হত্যা মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের এক বছরের মাথায় রাজু মুন্সিসহ দুজন জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। পরে ২০১৭ সালে রাজুসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছর কারাদণ্ড দেন আদালত। গ্রেপ্তারের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন বিলাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল ও গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অপরজন সবুজ খানকে সাত বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে চট্টগ্রামে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।
১৯ মিনিট আগেতৃতীয় শ্রেণির চাকরিতে যোগ দিয়েছিলেন এক দশক আগে। এই পদে চাকরি করে আক্ষরিক অর্থে ‘পাহাড়সম’ সম্পদ হয়েছে বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর নাজমুল আলমের।
১ ঘণ্টা আগেকুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনাটোর–পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে খুলনা থেকে নাটোরগামী ট্রাকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
২ ঘণ্টা আগে