নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিবি পরিচয়ে রাজধানীর রামপুরার নিজ বাসার সামনে থেকে মো. রোকনুজ্জামান রকসি নামে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এনে বাড্ডা থানায় জিডি করেছে পরিবার। সাদা পোশাকে গত সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাঁকে কয়েকজন লোক সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এরপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মো. রোকনুজ্জামান রকসি গুলশানের একটি কনসালটেন্সি ফার্মে চাকরি করতেন। তিন মাস আগে এই চাকরিতে যোগদান করেন তিনি। ঢাকায় বেড়ে ওঠা রকসির গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানায়। ব্যক্তিজীবনে কারও সঙ্গে শত্রুতাও নেই বলে পরিবার জানিয়েছে।
নিখোঁজের দুই দিন পর ছেলের সন্ধান চেয়ে বাবা লুৎফর রহমান গত বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা থানায় একটি জিডি করেছেন। ছেলের সন্ধান না পেয়ে অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার—এমনটা উল্লেখ করে লুৎফর রহমান বলেন, ‘বাড্ডার লিংক রোড এলাকা থেকে আমার ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে। সেদিন রাতে যখন তাকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন এলাকার মানুষ বাধা দিয়েছিল। সে সময় তুলে নিতে আসা দলের কয়েকজন আইডি কার্ড বের করে দেখিয়ে নিজেদের ডিবি বলে পরিচয় দেন। পরিচয়পত্র দেখে স্থানীয়রা আর বাধা দেয় নাই। এই ঘটনার দুই দিন পরে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এমন একটি জিডি করা হয়েছিল আমাদের থানায়। পরে তুলে নিয়ে যাওয়া ব্যক্তির মোবাইল ফোন লোকেশন ট্র্যাক করে সর্বশেষ অবস্থান পাওয়া গেছে রামপুরা থানায়। আমরা পরে ভুক্তভোগীর পরিবারকে রামপুরা থানায় জিডি করতে বলি।’
রামপুরা থানায় জিডি করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগীর বাবা লুৎফর রহমান বলেন, ‘আমরা জিডি করতে গেলে রামপুরা থানার পক্ষ থেকে বলা হয়, তদন্ত করে কোনো তথ্য পেলে আমরা একেবারে মামলা নেব।’
এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মো. রোকনুজ্জামান রকসি নামে কোনো নিখোঁজের জিডি আমাদের থানায় হয়েছে বলে মনে পড়ে না। এ বিষয়ে কিছু বলতে পারছি না।’
ডিবি পরিচয়ে রাজধানীর রামপুরার নিজ বাসার সামনে থেকে মো. রোকনুজ্জামান রকসি নামে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এনে বাড্ডা থানায় জিডি করেছে পরিবার। সাদা পোশাকে গত সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাঁকে কয়েকজন লোক সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এরপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মো. রোকনুজ্জামান রকসি গুলশানের একটি কনসালটেন্সি ফার্মে চাকরি করতেন। তিন মাস আগে এই চাকরিতে যোগদান করেন তিনি। ঢাকায় বেড়ে ওঠা রকসির গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানায়। ব্যক্তিজীবনে কারও সঙ্গে শত্রুতাও নেই বলে পরিবার জানিয়েছে।
নিখোঁজের দুই দিন পর ছেলের সন্ধান চেয়ে বাবা লুৎফর রহমান গত বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা থানায় একটি জিডি করেছেন। ছেলের সন্ধান না পেয়ে অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার—এমনটা উল্লেখ করে লুৎফর রহমান বলেন, ‘বাড্ডার লিংক রোড এলাকা থেকে আমার ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে। সেদিন রাতে যখন তাকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন এলাকার মানুষ বাধা দিয়েছিল। সে সময় তুলে নিতে আসা দলের কয়েকজন আইডি কার্ড বের করে দেখিয়ে নিজেদের ডিবি বলে পরিচয় দেন। পরিচয়পত্র দেখে স্থানীয়রা আর বাধা দেয় নাই। এই ঘটনার দুই দিন পরে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এমন একটি জিডি করা হয়েছিল আমাদের থানায়। পরে তুলে নিয়ে যাওয়া ব্যক্তির মোবাইল ফোন লোকেশন ট্র্যাক করে সর্বশেষ অবস্থান পাওয়া গেছে রামপুরা থানায়। আমরা পরে ভুক্তভোগীর পরিবারকে রামপুরা থানায় জিডি করতে বলি।’
রামপুরা থানায় জিডি করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগীর বাবা লুৎফর রহমান বলেন, ‘আমরা জিডি করতে গেলে রামপুরা থানার পক্ষ থেকে বলা হয়, তদন্ত করে কোনো তথ্য পেলে আমরা একেবারে মামলা নেব।’
এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মো. রোকনুজ্জামান রকসি নামে কোনো নিখোঁজের জিডি আমাদের থানায় হয়েছে বলে মনে পড়ে না। এ বিষয়ে কিছু বলতে পারছি না।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে