Ajker Patrika

রামপুরা থেকে ডিবি পরিচয়ে যুবককে তুলে নেওয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯: ৫২
রামপুরা থেকে ডিবি পরিচয়ে যুবককে তুলে নেওয়ার অভিযোগ 

ডিবি পরিচয়ে রাজধানীর রামপুরার নিজ বাসার সামনে থেকে মো. রোকনুজ্জামান রকসি নামে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এনে বাড্ডা থানায় জিডি করেছে পরিবার। সাদা পোশাকে গত সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাঁকে কয়েকজন লোক সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এরপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মো. রোকনুজ্জামান রকসি গুলশানের একটি কনসালটেন্সি ফার্মে চাকরি করতেন। তিন মাস আগে এই চাকরিতে যোগদান করেন তিনি। ঢাকায় বেড়ে ওঠা রকসির গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানায়। ব্যক্তিজীবনে কারও সঙ্গে শত্রুতাও নেই বলে পরিবার জানিয়েছে।

নিখোঁজের দুই দিন পর ছেলের সন্ধান চেয়ে বাবা লুৎফর রহমান গত বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা থানায় একটি জিডি করেছেন। ছেলের সন্ধান না পেয়ে অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার—এমনটা উল্লেখ করে লুৎফর রহমান বলেন, ‘বাড্ডার লিংক রোড এলাকা থেকে আমার ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে। সেদিন রাতে যখন তাকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন এলাকার মানুষ বাধা দিয়েছিল। সে সময় তুলে নিতে আসা দলের কয়েকজন আইডি কার্ড বের করে দেখিয়ে নিজেদের ডিবি বলে পরিচয় দেন। পরিচয়পত্র দেখে স্থানীয়রা আর বাধা দেয় নাই। এই ঘটনার দুই দিন পরে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এমন একটি জিডি করা হয়েছিল আমাদের থানায়। পরে তুলে নিয়ে যাওয়া ব্যক্তির মোবাইল ফোন লোকেশন ট্র্যাক করে সর্বশেষ অবস্থান পাওয়া গেছে রামপুরা থানায়। আমরা পরে ভুক্তভোগীর পরিবারকে রামপুরা থানায় জিডি করতে বলি।’ 

রামপুরা থানায় জিডি করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগীর বাবা লুৎফর রহমান বলেন, ‘আমরা জিডি করতে গেলে রামপুরা থানার পক্ষ থেকে বলা হয়, তদন্ত করে কোনো তথ্য পেলে আমরা একেবারে মামলা নেব।’ 

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মো. রোকনুজ্জামান রকসি নামে কোনো নিখোঁজের জিডি আমাদের থানায় হয়েছে বলে মনে পড়ে না। এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত