গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে মহানগরীর তেলিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানের ৪ আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতরা হলেন- ভ্যান চালক ময়মনসিংহের ফুলপুর থানার হরিনাকান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বোরহান উদ্দিন (৪০), একই জেলার হালুয়াঘাট থানার স্বদেশী এলাকার আ. হামিদের ছেলে মাছ ব্যবসায়ী ইউনুস আলী (৩৫), পথচারী গাজীপুর মহানগরীর বাসন থানার বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী সোহরাব (৩২) ও অজ্ঞাত আরেক মাছ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় ফারিস্তা রেস্টেুরেন্টের সামনে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মাছের ভ্যানকে বসুমতির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় বলাকা পরিবহনের একটি বাস চাকা নষ্ট হওয়ায় আগে থেকেই মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহমুখী বসুমতি পরিবহনের একটি বাস মাছ বোঝাই একটি ভ্যান ও বলাকা বাসটিকে ধাক্কা দেয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর পরই চালক পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরে মহানগরীর তেলিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানের ৪ আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতরা হলেন- ভ্যান চালক ময়মনসিংহের ফুলপুর থানার হরিনাকান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বোরহান উদ্দিন (৪০), একই জেলার হালুয়াঘাট থানার স্বদেশী এলাকার আ. হামিদের ছেলে মাছ ব্যবসায়ী ইউনুস আলী (৩৫), পথচারী গাজীপুর মহানগরীর বাসন থানার বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী সোহরাব (৩২) ও অজ্ঞাত আরেক মাছ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় ফারিস্তা রেস্টেুরেন্টের সামনে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মাছের ভ্যানকে বসুমতির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় বলাকা পরিবহনের একটি বাস চাকা নষ্ট হওয়ায় আগে থেকেই মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহমুখী বসুমতি পরিবহনের একটি বাস মাছ বোঝাই একটি ভ্যান ও বলাকা বাসটিকে ধাক্কা দেয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর পরই চালক পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
১ ঘণ্টা আগেঅহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৯ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১০ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
১০ ঘণ্টা আগে