মানিকগঞ্জ প্রতিনিধি
গায়েবি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারাগারে। সারা দেশে ১ লাখ গায়েবি মামলায় বিএনপির ৩৫ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের বিএনপির এক আলোচনা সভায় এই দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ যদি উন্নয়ন করে থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন হলে মানুষ তাদের ভোট দেবে। নির্দলীয়, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় কেন? আসলে গণতন্ত্র ও জনগণকে তাদের ভয়। এ কারণে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয় না।’
বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না, উল্লেখ করে ড. মঈন খান বলেন, ‘বাংলাদেশ কেন স্বাধীন করা হয়েছে? যে আদর্শ ও উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে তা থেকে আওয়ামী লীগের সরকার সরে গেছে। ৫০ বছর আগে দেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। আজ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল বলে দাবি করে অথচ মুক্তিযুদ্ধে তাদের কী ভূমিকা ছিল?’
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে ও সম্পাদক এসএ জিন্নাহ কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—দলের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ।
গায়েবি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারাগারে। সারা দেশে ১ লাখ গায়েবি মামলায় বিএনপির ৩৫ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের বিএনপির এক আলোচনা সভায় এই দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ যদি উন্নয়ন করে থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন হলে মানুষ তাদের ভোট দেবে। নির্দলীয়, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় কেন? আসলে গণতন্ত্র ও জনগণকে তাদের ভয়। এ কারণে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয় না।’
বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না, উল্লেখ করে ড. মঈন খান বলেন, ‘বাংলাদেশ কেন স্বাধীন করা হয়েছে? যে আদর্শ ও উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে তা থেকে আওয়ামী লীগের সরকার সরে গেছে। ৫০ বছর আগে দেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। আজ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল বলে দাবি করে অথচ মুক্তিযুদ্ধে তাদের কী ভূমিকা ছিল?’
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে ও সম্পাদক এসএ জিন্নাহ কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—দলের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৮ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৯ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে