শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে রিকশার টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক দল নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বিএনপির এক নেতা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের বাইরের এই ঘটনায় আজ শনিবার থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে বিএনপি নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন।
ভুক্তভোগী শ্রমিক দল নেতা সাইদ খোকা (৩২) উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি বরমী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক। অপরদিকে অভিযুক্ত বিএনপির নেতা রাসেল মোড়ল (৪৫) একই ইউনিয়নের পাঠানটেক গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বরমী ইউনিয়ন পরিষদে অটোরিকশা টেন্ডার জমা দিয়ে বের হওয়ার পর বাইরে আমতলা চা স্টলে পৌঁছামাত্র পরিকল্পিতভাবে বিএনপি নেতা রাসেল মোড়লের কয়েকজন লোকজন মিলে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এর কিছুক্ষণ রাসেল মোড়ল এসে কাচের বোতল দিয়ে মারধর শুরু করে রাস্তায় ফেলে দেয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে।
তবে রাসেল মোড়ল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে ছিলাম। আমি কাউকে মারধর করিনি। একটি মহল সুপরিকল্পিতভাবে আমাকে ফাঁসাতে চেষ্টা করছে।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে রিকশার টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক দল নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বিএনপির এক নেতা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের বাইরের এই ঘটনায় আজ শনিবার থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে বিএনপি নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন।
ভুক্তভোগী শ্রমিক দল নেতা সাইদ খোকা (৩২) উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি বরমী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক। অপরদিকে অভিযুক্ত বিএনপির নেতা রাসেল মোড়ল (৪৫) একই ইউনিয়নের পাঠানটেক গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বরমী ইউনিয়ন পরিষদে অটোরিকশা টেন্ডার জমা দিয়ে বের হওয়ার পর বাইরে আমতলা চা স্টলে পৌঁছামাত্র পরিকল্পিতভাবে বিএনপি নেতা রাসেল মোড়লের কয়েকজন লোকজন মিলে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এর কিছুক্ষণ রাসেল মোড়ল এসে কাচের বোতল দিয়ে মারধর শুরু করে রাস্তায় ফেলে দেয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে।
তবে রাসেল মোড়ল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে ছিলাম। আমি কাউকে মারধর করিনি। একটি মহল সুপরিকল্পিতভাবে আমাকে ফাঁসাতে চেষ্টা করছে।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
বগুড়ার শেরপুরে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শহরের কর্মকারপাড়ার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগেজামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বর হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই নম্বর ব্যবহার করে একটি প্রতারক চক্র নিজেকে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে ফোন করে টাকা দাবি করছে।
৫ মিনিট আগেরমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি পাবলিক লাইব্রেরি মাঠে কৃষকের বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১০ মিনিট আগেসর্বনিম্ন বেতন স্কেল ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে আমরণ অনশন ভেঙেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আউটসোর্সিং কর্মচারীরা। শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গতকাল বৃহস্পতিবার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে ১২ দিন পর ২৮৭ জন কর্মচারী রাত ৮টা থেকে কাজে যোগ দেন।
১৭ মিনিট আগে