Ajker Patrika

বাড্ডায় প্রতিপক্ষের রডের আঘাতে নারী নিহত, আহত ২ 

ঢামেক প্রতিনিধি
বাড্ডায় প্রতিপক্ষের রডের আঘাতে নারী নিহত, আহত ২ 

রাজধানীর উত্তর বাড্ডা বেরাইদ এলাকায় প্রতিপক্ষের রডের আঘাতে রুবিনা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ছেলে তানভির হাসান মুন্না (২৪) ও তানভিরের চাচাতো ভাই হাশিদুল ইসলাম (২৮)। 

আজ রোববার দুপুরের দিকে বেরাইদ বড় পাড়া রহমতউল্লাহ স্টেডিয়ামের পেছনের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে রুবিনাকে মৃত ঘোষণা করেন। 

নিহত নারীর ছেলে তানভীর জানান, বাড়ির জমি নিয়ে এলাকার প্রভাবশালী ও মাদক ব্যবসায়ী শহিবুলের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব ও আদালতে মামলা চলছে। রোববার দুপুরে শহিবুর তাঁর তিন ছেলেসহ ১৫-১৬ জনকে নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। তাঁদের মারধর করতে শুরু করলে রুবিনা তাঁদের বাধা দেয়। তখন তাঁর মাথায় রড দিয়ে আঘাত করে শহিবুল। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাঁকে উদ্ধার করে স্থানীয় উপশম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায় রুবিনা। 

নিহতের ভাই মাহফুজুর রহমান জানান, এলাকায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করে শিহাবুর ও তাঁর ছেলেরা। তাঁরা আমাদের আত্মীয় হয়। গতবার কাউন্সিলর নির্বাচনে আইয়ুব আনছার মিন্টু কাউন্সিলর নির্বাচিত হন। তাঁর প্রতিপক্ষ ছিলেন হাজী জাহাঙ্গীর আলম। আমাদের পরিবার বর্তমান কাউন্সিলর মিন্টুর সমর্থক। আর শিহাবুর ও তাঁর ছেলেরা জাহাঙ্গীরের সমর্থক। হেরে যাওয়ার পর থেকে তাঁরা আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। জমি নিয়েও বিরোধ চলছিল। 

স্থানীয় ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনছার মিন্টু বলেন, নিহত নারী আমার ফুপাতো ভাই শরিফ হোসেনের স্ত্রী। নির্বাচনের সময় তাঁরা আমার পক্ষে কাজ করেছে। আমার প্রতিদ্বন্দ্বী ছিল জাহাঙ্গীর। শিহাবুর ও তাঁর ছেলেরা জাহাঙ্গীরের সমর্থক এবং নিহত নারীর চাচাতো ভাইও হয়। জমিজমা নিয়েও তাঁদের মধ্যে দ্বন্দ্ব ছিল। নির্বাচন ও জমিজমার জেরেই আজকের এই হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। তানভিরের হাতে ও হাশিদুলের মাথায় আঘাত রয়েছে। তাঁদের দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জমিজমা নিয়ে আত্মীয়স্বজনদের মধ্যে ঝামেলা ছিল। সেই জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। অন্য কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত