ঢাবি প্রতিনিধি
দেশের প্রথম বিদ্যুচ্চালিত ও দ্রুতগতির গণপরিবহনব্যবস্থা মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্টেশন আজ বুধবার চালু হয়েছে। সকাল সাড়ে ৭টায় মতিঝিল থেকে শুরু হয়ে প্রথমবারের মতো ঢাবির টিএসসি স্টেশনে থামে মেট্রোরেল। স্টেশনটি সকাল সাড়ে ৬টায় খুলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হওয়ায় ব্যাপক উচ্ছ্বসিত ঢাবি ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।
ঢাবি শিক্ষার্থী ওয়ায়েজ ফাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন জ্যাম ঠেলে আমার ক্যাম্পাসে আসা লাগে, আজ আমি আনন্দিত। অল্প সময়ের মধ্যে ক্যাম্পাসে আসতে পেরেছি। এতে আমার সময় বাঁচবে, নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব।’
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদকিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল-মুজাহিদ আজকের পত্রিকাকে জানান, তাঁর অনেক দিনের ইচ্ছা মেট্রোরেলে ওঠার, তবে হয়ে ওঠেনি। তিনি বলেন, ‘আজ টিএসসি স্টেশন চালু হওয়ার পর মেট্রেরেলে প্রথম উঠেছি। যাত্রা ছিল মতিঝিল পর্যন্ত। কম সময়ে পৌঁছাতে পেরে খুবই ভালো লেগেছে। মতিঝিলে কাজ শেষ করে আবার দ্রুত ক্যাম্পাসে আসতে পেরেছি। সব মিলিয়ে মেট্রেরেলে ওঠার প্রথম অভিজ্ঞতা দারুণ।’
ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন মোহাম্মদ হাসান রনি বলেন, ‘আগে অনেক সময় যেত, আজ অনেক কম সময়ে পৌঁছাতে পেরে খুবই ভালো লাগছে। আশা করছি আমাদের সময় বাঁচবে। ঠিকমতো কাজ করতে পারব। সময় বাঁচলে মেডিকেলে অনেক বেশি সেবা দিতে পারব।’
মেট্রোরেলে চড়ার অনুভূতি জানিয়ে ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মোছাদ্দেক বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। টিএসসি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা কত দ্রুত আসা-যাওয়া করা যায়, তার সবচেয়ে বড় উদাহরণ আজকের মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী বোরহান উদ্দিন রাজন বলেন, স্বপ্নের মেট্রোরেলে যাত্রার অভিজ্ঞতা শরতের নীল আকাশে ভাসমান শুভ্র মেঘের মতো মুগ্ধতায় পরিপূর্ণ। টিএসসি থেকে উত্তরা যে এত কম সময়ে যাওয়া যায়, এটা ছিল স্বপ্নের বাইরে, যেটা বাস্তবে অভিজ্ঞতা অর্জন করে ঢাকা শহরে নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে আজ। এই যাত্রা আমরা যারা সাধারণ শিক্ষার্থী, তাদের জন্য আশীর্বাদতুল্য।
উর্দু বিভাগের শিক্ষার্থী আমেনা আক্তার মিহা বলেন, ‘টিএসসি স্টেশন থেকে মেট্রোতে উঠে একটি কথাই মনে হচ্ছিল আমার—‘বিশ্ব অবাক তাকিয়ে রয়’। যানজটের নগরী ঢাকায় মেট্রোরেল ছিল আমাদের স্বপ্নের দাবী, তা বাস্তুবায়নের পরে মনে হচ্ছে এ যেন স্বপ্নের চেয়েও সুন্দর। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটি সুন্দর উপহার দেওয়ার জন্য।’
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বর্ণালী ঘোষ বর্ণ বলেন, ‘এত দ্রুত ঢাকার এক মাথা থেকে অন্য মাথায় যাব, কল্পনাও করতে পারিনি আগে! এখন কল্পনা বাস্তব। এতে যেমন শিক্ষার্থীরা দূরে গিয়ে টিউশন করাতে পারবে, তেমনি দূরের শিক্ষার্থীরা যানজট ছাড়া ক্লাসে এসে পড়ালেখায় পূর্ণ মনোনিবেশ করতে পারবে।’
এদিকে মেট্রোরেলের ঢাবি স্টেশন চালুর বিষয়টি উদ্যাপন করতে সকাল থেকে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী ও সাধারণ শিক্ষার্থীরা ভিড় জমান। উচ্ছ্বাস ব্যক্ত করে গিয়ে তানভীর হাসান সৈকত বলেন, ‘মেট্রোরেল তারুণ্যের ড্রিম প্রজেক্ট ছিল, সেটি বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুশি হয়ে বেশ কদিন আগে নাচে-গানে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।ন একজন শিক্ষার্থী হিসেবে আমি উচ্ছ্বসিত।’
ঢাবির বঙ্গমাতা হলের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের নেত্রী তানিয়া আক্তার তাপসী আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের দিনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে ছিলাম, সেটি আজ পূর্ণ হলো। ক্যাম্পাস থেকে মুহূর্তেই উত্তরা, মতিঝিলে চলে যেতে পারব ভেবে অনেক উদ্দীপনা, আগ্রহ কাজ করছে। জাদুর শহরে জাদুর মেট্রো প্রকল্প বাস্তবায়নের জন্য শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, গত ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিনই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। তবে মতিঝিল পর্যন্ত বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনই চালু রয়েছে। আগারগাঁও থেকে মতিঝিলের সাতটি স্টেশনের শাহবাগ ও কারওয়ান বাজার ছাড়া সব স্টেশনই চালু হলো।
দেশের প্রথম বিদ্যুচ্চালিত ও দ্রুতগতির গণপরিবহনব্যবস্থা মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্টেশন আজ বুধবার চালু হয়েছে। সকাল সাড়ে ৭টায় মতিঝিল থেকে শুরু হয়ে প্রথমবারের মতো ঢাবির টিএসসি স্টেশনে থামে মেট্রোরেল। স্টেশনটি সকাল সাড়ে ৬টায় খুলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হওয়ায় ব্যাপক উচ্ছ্বসিত ঢাবি ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।
ঢাবি শিক্ষার্থী ওয়ায়েজ ফাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন জ্যাম ঠেলে আমার ক্যাম্পাসে আসা লাগে, আজ আমি আনন্দিত। অল্প সময়ের মধ্যে ক্যাম্পাসে আসতে পেরেছি। এতে আমার সময় বাঁচবে, নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব।’
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদকিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল-মুজাহিদ আজকের পত্রিকাকে জানান, তাঁর অনেক দিনের ইচ্ছা মেট্রোরেলে ওঠার, তবে হয়ে ওঠেনি। তিনি বলেন, ‘আজ টিএসসি স্টেশন চালু হওয়ার পর মেট্রেরেলে প্রথম উঠেছি। যাত্রা ছিল মতিঝিল পর্যন্ত। কম সময়ে পৌঁছাতে পেরে খুবই ভালো লেগেছে। মতিঝিলে কাজ শেষ করে আবার দ্রুত ক্যাম্পাসে আসতে পেরেছি। সব মিলিয়ে মেট্রেরেলে ওঠার প্রথম অভিজ্ঞতা দারুণ।’
ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন মোহাম্মদ হাসান রনি বলেন, ‘আগে অনেক সময় যেত, আজ অনেক কম সময়ে পৌঁছাতে পেরে খুবই ভালো লাগছে। আশা করছি আমাদের সময় বাঁচবে। ঠিকমতো কাজ করতে পারব। সময় বাঁচলে মেডিকেলে অনেক বেশি সেবা দিতে পারব।’
মেট্রোরেলে চড়ার অনুভূতি জানিয়ে ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মোছাদ্দেক বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। টিএসসি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা কত দ্রুত আসা-যাওয়া করা যায়, তার সবচেয়ে বড় উদাহরণ আজকের মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী বোরহান উদ্দিন রাজন বলেন, স্বপ্নের মেট্রোরেলে যাত্রার অভিজ্ঞতা শরতের নীল আকাশে ভাসমান শুভ্র মেঘের মতো মুগ্ধতায় পরিপূর্ণ। টিএসসি থেকে উত্তরা যে এত কম সময়ে যাওয়া যায়, এটা ছিল স্বপ্নের বাইরে, যেটা বাস্তবে অভিজ্ঞতা অর্জন করে ঢাকা শহরে নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে আজ। এই যাত্রা আমরা যারা সাধারণ শিক্ষার্থী, তাদের জন্য আশীর্বাদতুল্য।
উর্দু বিভাগের শিক্ষার্থী আমেনা আক্তার মিহা বলেন, ‘টিএসসি স্টেশন থেকে মেট্রোতে উঠে একটি কথাই মনে হচ্ছিল আমার—‘বিশ্ব অবাক তাকিয়ে রয়’। যানজটের নগরী ঢাকায় মেট্রোরেল ছিল আমাদের স্বপ্নের দাবী, তা বাস্তুবায়নের পরে মনে হচ্ছে এ যেন স্বপ্নের চেয়েও সুন্দর। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটি সুন্দর উপহার দেওয়ার জন্য।’
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বর্ণালী ঘোষ বর্ণ বলেন, ‘এত দ্রুত ঢাকার এক মাথা থেকে অন্য মাথায় যাব, কল্পনাও করতে পারিনি আগে! এখন কল্পনা বাস্তব। এতে যেমন শিক্ষার্থীরা দূরে গিয়ে টিউশন করাতে পারবে, তেমনি দূরের শিক্ষার্থীরা যানজট ছাড়া ক্লাসে এসে পড়ালেখায় পূর্ণ মনোনিবেশ করতে পারবে।’
এদিকে মেট্রোরেলের ঢাবি স্টেশন চালুর বিষয়টি উদ্যাপন করতে সকাল থেকে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী ও সাধারণ শিক্ষার্থীরা ভিড় জমান। উচ্ছ্বাস ব্যক্ত করে গিয়ে তানভীর হাসান সৈকত বলেন, ‘মেট্রোরেল তারুণ্যের ড্রিম প্রজেক্ট ছিল, সেটি বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুশি হয়ে বেশ কদিন আগে নাচে-গানে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।ন একজন শিক্ষার্থী হিসেবে আমি উচ্ছ্বসিত।’
ঢাবির বঙ্গমাতা হলের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের নেত্রী তানিয়া আক্তার তাপসী আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের দিনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে ছিলাম, সেটি আজ পূর্ণ হলো। ক্যাম্পাস থেকে মুহূর্তেই উত্তরা, মতিঝিলে চলে যেতে পারব ভেবে অনেক উদ্দীপনা, আগ্রহ কাজ করছে। জাদুর শহরে জাদুর মেট্রো প্রকল্প বাস্তবায়নের জন্য শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, গত ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিনই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। তবে মতিঝিল পর্যন্ত বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনই চালু রয়েছে। আগারগাঁও থেকে মতিঝিলের সাতটি স্টেশনের শাহবাগ ও কারওয়ান বাজার ছাড়া সব স্টেশনই চালু হলো।
রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১৯ মিনিট আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১৯ মিনিট আগেমাহিনের চাচা হাসান রহমান বলেন, ‘এখানে শতভাগ অবহেলা ছিল। একটা তার ঝুলে পড়বে গায়ের মধ্যে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত চাই।’ রংপুর বিভাগ, রংপুর জেলা, গাজীপুর, বাস, আগুন, জেলার খবর
২৪ মিনিট আগেডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আজ শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন...
৪৩ মিনিট আগে