নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন প্রতিপক্ষ। এ সময় আত্মরক্ষার্থে ফাঁকা গুলি চালিয়ে গাড়িটির পেছনে ধাওয়া করে করেন মো. রাজু নামের ওই ভুক্তভোগী। কিন্তু এ ঘটনায় কে দোষী আর কে অভিযুক্ত—সে বিষয়ে আগেই মুখ খুলতে নারাজ পুলিশ।
তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের চেষ্টায় অংশ নেওয়া গাড়িসহ চারজনকে আটক করেছে মতিঝিল থানা-পুলিশ।
আজ রোববার দুপুরে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা ছিল।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িতে থাকা অপহরণের চেষ্টাকারী সবাইকে (চারজন) আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে।’
পুলিশ সূত্র জানায়, দুপুরে মতিঝিল গোল চত্বরের দক্ষিণ পাশে ফার্নিচার গলিতে একটি দোকানের সামনে এসে থামে একটি সাদা গাড়ি। গাড়ি থেকে কয়েকজন নেমে সেখানে দাঁড়িয়ে থাকা রাজুকে মারধর করে। পরে জোর গাড়িতে তোলার চেষ্টা করলে রাজু নিজের কাছে থাকে অস্ত্র উঁচু করে ফাঁকা গুলি ছোড়ে। তখন তাঁকে ছেড়ে দিয়ে তাড়াহুড়া করে গাড়িতে উঠে চলে যান অপহরণকারীরা। সে সময় গাড়ির পেছনে পেছনে অস্ত্র উঁচু করে দৌড়াতে থাকেন রাজু।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিরোধপূর্ণ জমিতে একপক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে জেনেছি, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটির লাইসেন্স করা। তাঁদের সবাইকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।’
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন প্রতিপক্ষ। এ সময় আত্মরক্ষার্থে ফাঁকা গুলি চালিয়ে গাড়িটির পেছনে ধাওয়া করে করেন মো. রাজু নামের ওই ভুক্তভোগী। কিন্তু এ ঘটনায় কে দোষী আর কে অভিযুক্ত—সে বিষয়ে আগেই মুখ খুলতে নারাজ পুলিশ।
তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের চেষ্টায় অংশ নেওয়া গাড়িসহ চারজনকে আটক করেছে মতিঝিল থানা-পুলিশ।
আজ রোববার দুপুরে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা ছিল।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িতে থাকা অপহরণের চেষ্টাকারী সবাইকে (চারজন) আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে।’
পুলিশ সূত্র জানায়, দুপুরে মতিঝিল গোল চত্বরের দক্ষিণ পাশে ফার্নিচার গলিতে একটি দোকানের সামনে এসে থামে একটি সাদা গাড়ি। গাড়ি থেকে কয়েকজন নেমে সেখানে দাঁড়িয়ে থাকা রাজুকে মারধর করে। পরে জোর গাড়িতে তোলার চেষ্টা করলে রাজু নিজের কাছে থাকে অস্ত্র উঁচু করে ফাঁকা গুলি ছোড়ে। তখন তাঁকে ছেড়ে দিয়ে তাড়াহুড়া করে গাড়িতে উঠে চলে যান অপহরণকারীরা। সে সময় গাড়ির পেছনে পেছনে অস্ত্র উঁচু করে দৌড়াতে থাকেন রাজু।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিরোধপূর্ণ জমিতে একপক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে জেনেছি, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটির লাইসেন্স করা। তাঁদের সবাইকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।’
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১৯ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৪৩ মিনিট আগে