নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ২০১৩ সালে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামীর তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার এক মামলায় হেফাজতে ইসলাম নেতা মাওলানা মঞ্জুরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে দশ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সোমবার শুনানির দিন ধার্য করেন। এর আগে গত এপ্রিলে মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তাঁরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করে পুলিশ।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালায়। নেতা-কর্মীরা বায়তুল মোকাররম মসজিদ ও আশপাশের এলাকায় আগুন দেয়। ভাঙচুর করে। তাঁরা মসজিদ এলাকার বইয়ের দোকানে আগুন ধরিয়ে দেয়। পবিত্র কোরআন, বিভিন্ন হাদিসের বই ও ধর্মীয় বইও তাঁদের তাণ্ডব থেকে রেহাই পায়নি। আসামি মঞ্জুরুল ইসলাম প্রত্যক্ষভাবে এসব তাণ্ডবে অংশ নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এ হামলার উদ্দেশ্য ও সহযোগী পলাতক আসামিদের গ্রেপ্তার করা যাবে।
ঢাকা: ২০১৩ সালে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামীর তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার এক মামলায় হেফাজতে ইসলাম নেতা মাওলানা মঞ্জুরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে দশ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সোমবার শুনানির দিন ধার্য করেন। এর আগে গত এপ্রিলে মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তাঁরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করে পুলিশ।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালায়। নেতা-কর্মীরা বায়তুল মোকাররম মসজিদ ও আশপাশের এলাকায় আগুন দেয়। ভাঙচুর করে। তাঁরা মসজিদ এলাকার বইয়ের দোকানে আগুন ধরিয়ে দেয়। পবিত্র কোরআন, বিভিন্ন হাদিসের বই ও ধর্মীয় বইও তাঁদের তাণ্ডব থেকে রেহাই পায়নি। আসামি মঞ্জুরুল ইসলাম প্রত্যক্ষভাবে এসব তাণ্ডবে অংশ নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এ হামলার উদ্দেশ্য ও সহযোগী পলাতক আসামিদের গ্রেপ্তার করা যাবে।
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
১২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
১৫ মিনিট আগেসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসির দিকে অগ্রসর হচ্ছে।
২১ মিনিট আগে