জবি ছাত্রশিবিরের সভাপতি আসাদুল, সেক্রেটারি রিয়াজুল

  জবি প্রতিনিধি
Thumbnail image
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আসাদুল ইসলাম ও সেক্রেটারি হিসেবে রিয়াজুল ইসলাম মনোনীত হয়েছেন।

আজ শুক্রবার শাখা ছাত্রশিবিরের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়। এছাড়া সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত হন। সকাল ১০টায় ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত মো. আসাদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারি রিয়াজুল ইসলাম আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল আলিম আরিফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং শাখা সেক্রেটারি ও শাখা সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুল ইসলাম, সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রিয়াজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম আরিফ।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আসাদুল ইসলামের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আসাদুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে রিয়াজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল আলিম আরিফকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন। এ সময় কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি ইকবাল হোসাইন শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত