ঢামেক প্রতিনিধি
রাজধানীর পুরান ঢাকার বংশালে বাসার ছাদ থেকে পরে কাজী শাহনাজ (৪২) নামে এক গৃহবধূ মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বংশাল কায়েতটুলি গাঙ্গুলি লেনের বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ভোর সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন। ভোরে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়েছেন।
মৃত শাহনাজের ছেলে মশিউর রহমান জানান, বংশাল কায়েতটুলীতে তাঁদের নিজেদের বাসা। তাঁর বাবার নাম জুয়েল আলম। ভোরে তাঁর মাকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির ছাদে গিয়ে দেখেন তার মা নিচে পড়ে আছেন। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মশিউর আরও জানান, তার মায়ের মানসিক সমস্যা ছিল। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন, নাকি এমনিতেই পড়ে গিয়েছে তা বলতে পারছেন না।
উপপরিদর্শক (এসআই) রাজিব ঢালি বলেন, অনেক দিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন ওই নারী। ধারণা করা হচ্ছে, পরিবারের সবার অগোচরে বাসার পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা আছে।
রাজধানীর পুরান ঢাকার বংশালে বাসার ছাদ থেকে পরে কাজী শাহনাজ (৪২) নামে এক গৃহবধূ মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বংশাল কায়েতটুলি গাঙ্গুলি লেনের বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ভোর সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন। ভোরে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়েছেন।
মৃত শাহনাজের ছেলে মশিউর রহমান জানান, বংশাল কায়েতটুলীতে তাঁদের নিজেদের বাসা। তাঁর বাবার নাম জুয়েল আলম। ভোরে তাঁর মাকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির ছাদে গিয়ে দেখেন তার মা নিচে পড়ে আছেন। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মশিউর আরও জানান, তার মায়ের মানসিক সমস্যা ছিল। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন, নাকি এমনিতেই পড়ে গিয়েছে তা বলতে পারছেন না।
উপপরিদর্শক (এসআই) রাজিব ঢালি বলেন, অনেক দিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন ওই নারী। ধারণা করা হচ্ছে, পরিবারের সবার অগোচরে বাসার পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা আছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ মিনিট আগেগণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
৯ মিনিট আগেকমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে ৷
১৫ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩৬ মিনিট আগে