রাজধানীর পল্টনে আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১২: ৩০

রাজধানীর নয়াপল্টনে একটি আবাসিক হোটেল থেকে বিআইডব্লিউটিসির এক নির্বাহী প্রকৌশলী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কক্ষের দরজা ভেঙে বাথরুমে মৃত পরে থাকতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নয়াপল্টন হোটেল দ্যা ক্যাপিটাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওই প্রকৌশলীর নাম—আব্বাস উদ্দিন (৫৫)। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। বাবার নাম মৃত আব্দুল খালেক। 

এ বিষয়ে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, আব্বাস উদ্দিন চট্টগ্রাম সদরঘাটের বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী। অফিসের কাজে গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। এবং ওই দিনই নয়া পল্টন ভিআইপি রোডের হোটেল দ্যা ক্যাপিটালের ৩০৪ নম্বর রুমে ওঠেন। 

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই আরও জানান, মঙ্গলবার দুপুরে আব্বাস উদ্দিনের হোটেল ছেড়ে যাওয়ার কথা। তবে তার কোনো সাড়াশব্দ না পেয়ে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে হোটেল কর্তৃপক্ষ। ফোনেও পাওয়া যাচ্ছিল না তাঁকে। পরে তারা থানায় খবর দেয়। রাত ১২টার দিকে হোটেলের রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আব্বাস উদ্দিনকে। 

এসআই জানান, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত