উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বকেয়া বেতন আদায়ের দাবিতে ইন্ট্রাকো ফ্যাশন ও ইন্ট্রাকো ডিজাইন গার্মেন্টসের পরিচালক রেজাউল করিমের উত্তরার বাসার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। বিক্ষোভে অংশ নেন প্রায় তিন শতাধিক শ্রমিক। পরবর্তীতে পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেয়।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ২১ নম্বর বাড়ির সামনে আন্দোলন করে ইন্ট্রাকো ফ্যাশন ও ইন্ট্রাকো ডিজাইন গার্মেন্টসের শ্রমিকেরা।
এর আগে গতকাল বুধবার ওই দুটি গার্মেন্টসের শ্রমিকেরা কারখানার সামনেই দক্ষিণখানের কসাইবাড়ী রেলগেট এলাকায় আন্দোলন করেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, চলতি মাসেরসহ দুই মাসের বেতন ও বোনাস পাবেন তারা। কিন্তু গত বুধবার দেওয়ার কথা থাকলেও মালিক কর্তৃপক্ষ তা দেয়নি। তারা এভাবেই শ্রমিকদের বেতন না দিয়ে ঘুরায়। কয়েক মাস পর পরই মালিকরা শ্রমিকদের বেতন আটকিয়ে রাখে এবং শ্রমিকেরা আন্দোলনে নামে। পূর্বে মহাসড়ক অবরোধ করে আন্দোলনের মাধ্যমে বেতন আদায় করা হয়েছে। এ সময় শ্রমিকেরা বিভিন্ন স্লোগান দিয়ে অতিসত্বর বেতন ও বোনাস বুঝিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানায়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণখানের দুটি গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতন ভাতার দাবিতে গার্মেন্টসের পরিচালকের বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেছিল। পরবর্তীতে পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। এতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
এর আগে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞা আজকে পত্রিকাকে বলেছিলেন, দুই গার্মেন্টসের প্রায় ১১০০ শ্রমিক গত মাসের ও চলতি মাসের প্রায় দুই কোটি টাকা বেতন ভাতা পাবেন। পাওনা বেতনের জন্য শ্রমিকেরা আন্দোলন বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত করেছে। রাতেই এ সমস্যা সমাধানের জন্য পুলিশের উপস্থিতিতে গার্মেন্টসের মালিক ও শ্রমিক আলোচনায় বসা হয়েছিল।
বকেয়া বেতন আদায়ের দাবিতে ইন্ট্রাকো ফ্যাশন ও ইন্ট্রাকো ডিজাইন গার্মেন্টসের পরিচালক রেজাউল করিমের উত্তরার বাসার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। বিক্ষোভে অংশ নেন প্রায় তিন শতাধিক শ্রমিক। পরবর্তীতে পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেয়।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ২১ নম্বর বাড়ির সামনে আন্দোলন করে ইন্ট্রাকো ফ্যাশন ও ইন্ট্রাকো ডিজাইন গার্মেন্টসের শ্রমিকেরা।
এর আগে গতকাল বুধবার ওই দুটি গার্মেন্টসের শ্রমিকেরা কারখানার সামনেই দক্ষিণখানের কসাইবাড়ী রেলগেট এলাকায় আন্দোলন করেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, চলতি মাসেরসহ দুই মাসের বেতন ও বোনাস পাবেন তারা। কিন্তু গত বুধবার দেওয়ার কথা থাকলেও মালিক কর্তৃপক্ষ তা দেয়নি। তারা এভাবেই শ্রমিকদের বেতন না দিয়ে ঘুরায়। কয়েক মাস পর পরই মালিকরা শ্রমিকদের বেতন আটকিয়ে রাখে এবং শ্রমিকেরা আন্দোলনে নামে। পূর্বে মহাসড়ক অবরোধ করে আন্দোলনের মাধ্যমে বেতন আদায় করা হয়েছে। এ সময় শ্রমিকেরা বিভিন্ন স্লোগান দিয়ে অতিসত্বর বেতন ও বোনাস বুঝিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানায়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণখানের দুটি গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতন ভাতার দাবিতে গার্মেন্টসের পরিচালকের বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেছিল। পরবর্তীতে পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। এতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
এর আগে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞা আজকে পত্রিকাকে বলেছিলেন, দুই গার্মেন্টসের প্রায় ১১০০ শ্রমিক গত মাসের ও চলতি মাসের প্রায় দুই কোটি টাকা বেতন ভাতা পাবেন। পাওনা বেতনের জন্য শ্রমিকেরা আন্দোলন বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত করেছে। রাতেই এ সমস্যা সমাধানের জন্য পুলিশের উপস্থিতিতে গার্মেন্টসের মালিক ও শ্রমিক আলোচনায় বসা হয়েছিল।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
১ ঘণ্টা আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
২ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে