নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও তাঁর স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অভিযুক্তরা হলেন মিহির কুমার ঘোষ ও তাঁর স্ত্রীর শিল্পী রানী ঘোষ। মিহির কুমার ঘোষ বর্তমানে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আছেন।
আজ বুধবার দুদকের সহকারী পরিচালক মো. ইমরান খান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, মিহির কুমার ঘোষ ও তাঁর স্ত্রীর শিল্পী রানী ঘোষ ২ লাখ ৮৯ হাজার ২৪৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন ও ২৮ লাখ ৭৪ হাজার ৫৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁদের নামে দুদক আইন ২০০৪–এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এজাহার থেকে আরও জানা যায়, আসামি শিল্পী রানী ঘোষ কর্তৃক দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬৩ লাখ ৫০ হাজার ৩৫৮ টাকার সম্পদের ঘোষণা করেন। কিন্তু যাচাই এই সম্পদের বিপরীতে বৈধ আয় পাওয়া যায় ৩৪ লাখ ৭৫ হাজার ৮১৯ টাকা। এ ক্ষেত্রে শিল্পী রানী ঘোষের জ্ঞাত-আয়ের সঙ্গে সম্পদের তারতম্য পরিলক্ষিত হয়।
ফলে তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২৮ লাখ ৭৪ হাজার ৫৩৯ টাকা। স্বামীর অবৈধ আয় বৈধ করতে শিল্পী রানী সহযোগিতা করেছেন মর্মেও এজাহারে বলা হয়।
দুদক সূত্রে জানা যায়, আসামি শিল্পী রানী ঘোষ ২০১০-১১ সালে (আয়কর নথি খোলার ভিত্তি বছরে) আয়কর নথির সঙ্গে সংযুক্ত রেকর্ডপত্রে ব্যবসা থেকে উত্তোলন ২৮ লাখ ৬৩ হাজার টাকা মর্মে উল্লেখ করেন। তবে দুদকের অনুসন্ধান তাঁর ব্যবসা–সংক্রান্ত কোনো গ্রহণযোগ্য কোনো রেকর্ডপত্র দেখাতে পারেননি। এ ছাড়া তাঁর নামীয় ব্যবসার আয়-ব্যয়ের হিসাবপত্র, কর্মচারীর তথ্য, ফার্মের অস্তিত্ব, ক্যাশ রেজিস্টার ও ব্যবসা–সংক্রান্তে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।
দুদকের অনুসন্ধানে বলা হয়, ২০১০-১১ সালের আয়কর নথি পর্যালোচনায় দেখা যায়, তিনি ওই আয় বর্ষে ব্যবসা থেকে আয় দেখিয়েছেন ৫ লাখ ৭৩ হাজার টাকা। অথচ ওই সময়ে ব্যবসার পুঁজি দেখিয়েছেন মাত্র ২ হাজার টাকা। এতে প্রতীয়মান হয়, আয়কর নথি খোলার আগে তাঁর নামে কোনো প্রকার ব্যবসা ছিল না।
আসামি তাঁর স্বামী মিহির কুমার ঘোষের অবৈধ পন্থায় উপার্জিত অর্থ দিয়ে তিনি ওই বছর পাঁচতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও তাঁর স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অভিযুক্তরা হলেন মিহির কুমার ঘোষ ও তাঁর স্ত্রীর শিল্পী রানী ঘোষ। মিহির কুমার ঘোষ বর্তমানে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আছেন।
আজ বুধবার দুদকের সহকারী পরিচালক মো. ইমরান খান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, মিহির কুমার ঘোষ ও তাঁর স্ত্রীর শিল্পী রানী ঘোষ ২ লাখ ৮৯ হাজার ২৪৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন ও ২৮ লাখ ৭৪ হাজার ৫৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁদের নামে দুদক আইন ২০০৪–এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এজাহার থেকে আরও জানা যায়, আসামি শিল্পী রানী ঘোষ কর্তৃক দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬৩ লাখ ৫০ হাজার ৩৫৮ টাকার সম্পদের ঘোষণা করেন। কিন্তু যাচাই এই সম্পদের বিপরীতে বৈধ আয় পাওয়া যায় ৩৪ লাখ ৭৫ হাজার ৮১৯ টাকা। এ ক্ষেত্রে শিল্পী রানী ঘোষের জ্ঞাত-আয়ের সঙ্গে সম্পদের তারতম্য পরিলক্ষিত হয়।
ফলে তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২৮ লাখ ৭৪ হাজার ৫৩৯ টাকা। স্বামীর অবৈধ আয় বৈধ করতে শিল্পী রানী সহযোগিতা করেছেন মর্মেও এজাহারে বলা হয়।
দুদক সূত্রে জানা যায়, আসামি শিল্পী রানী ঘোষ ২০১০-১১ সালে (আয়কর নথি খোলার ভিত্তি বছরে) আয়কর নথির সঙ্গে সংযুক্ত রেকর্ডপত্রে ব্যবসা থেকে উত্তোলন ২৮ লাখ ৬৩ হাজার টাকা মর্মে উল্লেখ করেন। তবে দুদকের অনুসন্ধান তাঁর ব্যবসা–সংক্রান্ত কোনো গ্রহণযোগ্য কোনো রেকর্ডপত্র দেখাতে পারেননি। এ ছাড়া তাঁর নামীয় ব্যবসার আয়-ব্যয়ের হিসাবপত্র, কর্মচারীর তথ্য, ফার্মের অস্তিত্ব, ক্যাশ রেজিস্টার ও ব্যবসা–সংক্রান্তে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।
দুদকের অনুসন্ধানে বলা হয়, ২০১০-১১ সালের আয়কর নথি পর্যালোচনায় দেখা যায়, তিনি ওই আয় বর্ষে ব্যবসা থেকে আয় দেখিয়েছেন ৫ লাখ ৭৩ হাজার টাকা। অথচ ওই সময়ে ব্যবসার পুঁজি দেখিয়েছেন মাত্র ২ হাজার টাকা। এতে প্রতীয়মান হয়, আয়কর নথি খোলার আগে তাঁর নামে কোনো প্রকার ব্যবসা ছিল না।
আসামি তাঁর স্বামী মিহির কুমার ঘোষের অবৈধ পন্থায় উপার্জিত অর্থ দিয়ে তিনি ওই বছর পাঁচতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করেন।
মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ মিনিট আগেশেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যত রকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, তা-ই করছে সরকার।
১৬ মিনিট আগেঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
২১ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
৩১ মিনিট আগে