নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর শাজাহানপুরের গুলবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় সাবেক স্বামীর প্ররোচনা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ভুক্তভোগী তরুণী রুবিনা ইয়াসমিন ওরফে নদী (২১) আত্মহত্যার পর থেকে সাবেক স্বামী সায়েমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে, গেন্ডারিয়ায় বাস করা এই যুবককে খুঁজে পাওয়া গেলে নদী আত্মহত্যার বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে। গতকাল বুধবার বিকেলে সাবলেট বাসায় আত্মহত্যা করেন নদী।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, 'বুধবার আত্মহত্যার পরে সে রাতেই শাজাহানপুর থানায় অপমৃত্যুর একটি মামলা হয়। মামলার তদন্তে নদী আত্মহত্যার পেছনে তাঁর সাবেক স্বামীর প্ররোচনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।'
তদন্তকারী কর্মকর্তা বলছেন, যে বান্ধবীকে ভিডিও কলে রেখে নদী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন, সেই বান্ধবী মারিয়ামকেও জেরা করেছেন। মৃত্যুর আগে কথোপকথন সম্পর্কে জানতে চেয়েছেন তাঁরা।
ভুক্তভোগী তরুণীর মামা মনিরুল ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, এক বছর আগে তাঁর ক্লাসমেট সায়েমকে বিয়ে করেন নদী। সায়েমের কিছু সমস্যার জন্য বিয়ের ৩ মাসের মাথায় বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি একটা ঘটনার জেরে তাঁদের মধ্যে আবার ঝামেলা হয়। তারপরই এমন ঘটনা ঘটল।
স্বজনরা বলছেন, নদী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনে পড়াশোনা করতেন। বিবাহ বিচ্ছেদের পর মালিবাগের গুলবাগের একটি বাড়ির পঞ্চম তলায় বান্ধবী মারিয়ামকে নিয়ে সাবলেট থাকতেন। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তাঁরা।
ঘটনার বর্ণনায় নদীর বান্ধবী মারিয়াম বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, নদীকে বাসায় রেখে তিনি কাজে চলে যান। বেলা ৩টার দিকে তাঁকে ফোন করে রুবিনা বলেন, আমার ভালো লাগছে না, তুই দ্রুত চলে আয়, আমি মরে যাব। পরে রুবিনা ভিডিও কল দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচাচ্ছেন দেখায়। তিনি দ্রুত বাসায় গিয়ে ভেতর থেকে দরজা লাগানো পান।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে যায় স্বজনেরা। এক ভাই ও এক বোনের মধ্যে নদী বড়। তাঁদের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগীতে। তাঁর বাবা বরিশালের আগৈলঝাড়া থানার এসআই।
ঢাকা: রাজধানীর শাজাহানপুরের গুলবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় সাবেক স্বামীর প্ররোচনা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ভুক্তভোগী তরুণী রুবিনা ইয়াসমিন ওরফে নদী (২১) আত্মহত্যার পর থেকে সাবেক স্বামী সায়েমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে, গেন্ডারিয়ায় বাস করা এই যুবককে খুঁজে পাওয়া গেলে নদী আত্মহত্যার বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে। গতকাল বুধবার বিকেলে সাবলেট বাসায় আত্মহত্যা করেন নদী।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, 'বুধবার আত্মহত্যার পরে সে রাতেই শাজাহানপুর থানায় অপমৃত্যুর একটি মামলা হয়। মামলার তদন্তে নদী আত্মহত্যার পেছনে তাঁর সাবেক স্বামীর প্ররোচনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।'
তদন্তকারী কর্মকর্তা বলছেন, যে বান্ধবীকে ভিডিও কলে রেখে নদী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন, সেই বান্ধবী মারিয়ামকেও জেরা করেছেন। মৃত্যুর আগে কথোপকথন সম্পর্কে জানতে চেয়েছেন তাঁরা।
ভুক্তভোগী তরুণীর মামা মনিরুল ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, এক বছর আগে তাঁর ক্লাসমেট সায়েমকে বিয়ে করেন নদী। সায়েমের কিছু সমস্যার জন্য বিয়ের ৩ মাসের মাথায় বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি একটা ঘটনার জেরে তাঁদের মধ্যে আবার ঝামেলা হয়। তারপরই এমন ঘটনা ঘটল।
স্বজনরা বলছেন, নদী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনে পড়াশোনা করতেন। বিবাহ বিচ্ছেদের পর মালিবাগের গুলবাগের একটি বাড়ির পঞ্চম তলায় বান্ধবী মারিয়ামকে নিয়ে সাবলেট থাকতেন। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তাঁরা।
ঘটনার বর্ণনায় নদীর বান্ধবী মারিয়াম বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, নদীকে বাসায় রেখে তিনি কাজে চলে যান। বেলা ৩টার দিকে তাঁকে ফোন করে রুবিনা বলেন, আমার ভালো লাগছে না, তুই দ্রুত চলে আয়, আমি মরে যাব। পরে রুবিনা ভিডিও কল দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচাচ্ছেন দেখায়। তিনি দ্রুত বাসায় গিয়ে ভেতর থেকে দরজা লাগানো পান।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে যায় স্বজনেরা। এক ভাই ও এক বোনের মধ্যে নদী বড়। তাঁদের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগীতে। তাঁর বাবা বরিশালের আগৈলঝাড়া থানার এসআই।
৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ মিনিট আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
৫ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে...
৬ মিনিট আগেকুয়াকাটায় জেলের জালে ধরা পড়া ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাজার থেকে মাছটি কেনার পর এক ব্যবসায়ী তা অনলাইনে বিক্রি করেন।
৯ মিনিট আগে