ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগের আয়োজনে ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে’ আলোচনা সভায় বসা নিয়ে নেত্রীদের হাতাহাতির ঘটনায় ব্যবস্থা নিয়েছে সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তাপসী ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
আজ বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা-পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তানিয়া আক্তার তাপসীর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী তিন দিনের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
গত মঙ্গলবার টিএসসি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সামনের সারিতে বসা নিয়ে ঢাবি ও ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীদের হাতাহাতি হয়। একপক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হল ছাত্রলীগের নেত্রীরা ছিলেন। অন্য পক্ষে ছিলেন ইডেন কলেজের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারীরা। রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের অনুসারী হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের নেত্রীরা ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, টিএসসিতে প্রথম সারির চেয়ারে বসা ছিলেন রোকেয়া হল মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন এসে তাঁদের পেছনের সারিতে বসতে বলেন। তবে তাঁরা ‘রিভাদের চেনেন না’ জানিয়ে উঠতে অস্বীকৃতি জানান। এ সময় রিভা মিহার চোয়াল ধরে ঝাঁকি দেন। পরে সভা শেষে বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের নেত্রীরা রিভাকে ঘিরে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
তবে রিভাকে গলা টিপে ধরা ও থাপ্পড় মারার অভিযোগ করেছেন ইডেন কলেজের নেত্রীরা। নাম প্রকাশ না করার শর্তে ইডেনের এক নেত্রী বলেন, ‘রিভা আপু আমাদের সিনিয়র। তাঁকে চড়-থাপ্পড় মারা মানে একটা ইউনিটকে চড়-থাপ্পড় মারা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর বিচার হওয়া দরকার।’
এ ঘটনায় আজ তাপসীকে শোকজ করল কেন্দ্রীয় ছাত্রলীগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগের আয়োজনে ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে’ আলোচনা সভায় বসা নিয়ে নেত্রীদের হাতাহাতির ঘটনায় ব্যবস্থা নিয়েছে সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তাপসী ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
আজ বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা-পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তানিয়া আক্তার তাপসীর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী তিন দিনের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
গত মঙ্গলবার টিএসসি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সামনের সারিতে বসা নিয়ে ঢাবি ও ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীদের হাতাহাতি হয়। একপক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হল ছাত্রলীগের নেত্রীরা ছিলেন। অন্য পক্ষে ছিলেন ইডেন কলেজের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারীরা। রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের অনুসারী হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের নেত্রীরা ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, টিএসসিতে প্রথম সারির চেয়ারে বসা ছিলেন রোকেয়া হল মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন এসে তাঁদের পেছনের সারিতে বসতে বলেন। তবে তাঁরা ‘রিভাদের চেনেন না’ জানিয়ে উঠতে অস্বীকৃতি জানান। এ সময় রিভা মিহার চোয়াল ধরে ঝাঁকি দেন। পরে সভা শেষে বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের নেত্রীরা রিভাকে ঘিরে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
তবে রিভাকে গলা টিপে ধরা ও থাপ্পড় মারার অভিযোগ করেছেন ইডেন কলেজের নেত্রীরা। নাম প্রকাশ না করার শর্তে ইডেনের এক নেত্রী বলেন, ‘রিভা আপু আমাদের সিনিয়র। তাঁকে চড়-থাপ্পড় মারা মানে একটা ইউনিটকে চড়-থাপ্পড় মারা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর বিচার হওয়া দরকার।’
এ ঘটনায় আজ তাপসীকে শোকজ করল কেন্দ্রীয় ছাত্রলীগ।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে