বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সোয়াকের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজ্ঞপ্তি
Thumbnail image

১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)। 

আজ সোমবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের কমিউনিকেশন ও সামাজিকতার সমস্যা থাকলেও তা অতিক্রম করে তারা তাদের সুপ্ত প্রতিভা বিকাশ করতে পারে, সাধারণের কাছে এই তথ্যটি পৌঁছানো ও অটিজম বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ ও এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমিন হেলালি। 

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)। ছবি: সংগৃহীতঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোয়াকের চেয়ারপারসন মিসেস সুবর্ণা চাকমা। 

আরও উপস্থিত ছিলেন—মিসেস রিনাত পারভীন, অধ্যাপক ড. ইশরাত ইসলাম, মিসেস নাইরিন সুলতানা, প্রফেসর ডা. নিহার রঞ্জন সরকার, মুক্তিযোদ্ধা স্থপতি নুরুল করিম দিলু, স্থপতি কাজী গোলাম নাসির, বিপ্লব কান্তী ঘোষ, কীর্তি নিশান চাকমা, সোয়াকের অভিভাবকমণ্ডলী, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীতসোয়াক ২০০০ সালের ফেব্রুয়ারি মাস থেকে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের উন্নয়নে সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সোয়াকের বিভিন্ন কার্যক্রমের মধ্যে প্রধান পাঁচটি কার্যক্রম রয়েছে যা খুবই ভালোভাবে এগিয়ে যাচ্ছে—

১. সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অফ অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-(সংস্থা)। 

২. অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য সোয়াক স্কুল ফর অটিজম (বিশেষ স্কুল)। 

৩. সোয়াক শপ (অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ছাত্রছাত্রীদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক উদ্যোগ)। 

৪. সোয়াক ভিলেজ (বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সাভার) (ভবন নির্মাণাধীন)। 

৫. সেন্টার ফর ইন্সপিরেশন, রাঙামাটি (রাঙামাটিতে সোয়াক শাখা)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত