বেইলি রোডে গিয়ে কেউ নিখোঁজ হলে ঢামেকে খোঁজ নেওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনের ঘটনায় কেউ নিখোঁজ থাকলে, তাঁদের স্বজনদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনার পর বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী নিখোঁজদের স্বজনদের উদ্দেশে এ অনুরোধ করেন।

তিনি বলেন, ভবনটি থেকে সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। স্বজনেরা সেখানে গেলেই সবার বিষয় তথ্য পাবেন। 

বৃহস্পতিবার রাতে বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ জনের মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অন্তত ২৩ জন।  

ভবনটিতে একাধিক রেস্টুরেন্ট, তৈরি পোশাক এবং মোবাইল ফোনের দোকান ছিল। সাত তলা ভবনের প্রতিটি তলা আগুনে পুড়েছে।

আরও পড়ুন— 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত