নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলেও সকালের দিকে খুব বেশি ভোটার উপস্থিতি দেখা যায়নি ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে। ভোট শুরু হওয়ার পর ঘণ্টাখানেক সময় পেরিয়ে গেলেও ভোটারের খুব বেশি উপস্থিতি ছিল না। তবে কোনো ধরনের সহিংসতাও চোখে পড়েনি ভোটকেন্দ্রের আশপাশে।
ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্র রাজধানীর সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিছু ভোটার উপস্থিতি দেখা গেছে। অধিকাংশ ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। অধিকাংশ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নিয়োজিত পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের লোকজনকে দেখা গেছে।
সকাল ৯টা ১৫ মিনিটের দিকে হাবিবুল্লাহ বাহার কলেজে কমনওয়েলথের প্রতিনিধি ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন। এই ভোটকেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এই কেন্দ্রের পর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাংলাদেশ শিশু একাডেমি, সেগুনবাগিচা সাউথ উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
সকাল ৮টায় শুরু হয়ে ঘণ্টা পার হয়ে গেলেও ঢাক-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব একটা ছিল না। এই আসনের একটি কেন্দ্র খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ। এখানে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। আজ সকাল সাড়ে ৮টায় ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ আছে। এই কেন্দ্রে তিনজন প্রার্থীর এজেন্ট আছে। আশা করি সব প্রার্থীর এজেন্ট আসবে। আমাদের প্রত্যাশা, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হবে না। ভোটাররা নিজ পছন্দমতো ভোট দিতে পারবে।’
সরেজমিনে দেখা গেছে, এক ঘণ্টা পার হলেও ভোটার উপস্থিতি অনেক কম। খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পাঁচটি বুথে ২ হাজার ৪৭০ ভোটার। এর মধ্যে ১ নম্বর বুথে ৫০৫ জন ভোটার। আধা ঘণ্টায় পাঁচজন ভোট দিয়েছেন। ২ নম্বর বুথে ভোটার ৫০২ জন। ভোট দিয়েছেন চারজন। ৩ নম্বর বুথে ৫০০ জনের মধ্যে ৮টি ভোট পড়েছে। ৪ নম্বর বুথে ১০ জন ভোটার বুথে আর ১১ জন ভোট দিয়েছেন। ৫ নম্বর বুথে ৪৫৮ জনের মধ্যে ১২ জন ভোটার ভোট দিয়েছেন।
হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৩ হাজার ১৭৬ জন। সবাই মহিলা। বুথের সংখ্যা ৮। সকাল ৯টার একটু পর পর্যন্ত ৫০ জনের মতো ভোটারের ভোট কাস্ট হয়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা জাহিদ হোসেন শিপলু। তবে কেন্দ্রে গিয়ে ভোটারদের লাইন দেখা যায়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলেও সকালের দিকে খুব বেশি ভোটার উপস্থিতি দেখা যায়নি ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে। ভোট শুরু হওয়ার পর ঘণ্টাখানেক সময় পেরিয়ে গেলেও ভোটারের খুব বেশি উপস্থিতি ছিল না। তবে কোনো ধরনের সহিংসতাও চোখে পড়েনি ভোটকেন্দ্রের আশপাশে।
ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্র রাজধানীর সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিছু ভোটার উপস্থিতি দেখা গেছে। অধিকাংশ ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। অধিকাংশ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নিয়োজিত পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের লোকজনকে দেখা গেছে।
সকাল ৯টা ১৫ মিনিটের দিকে হাবিবুল্লাহ বাহার কলেজে কমনওয়েলথের প্রতিনিধি ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন। এই ভোটকেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এই কেন্দ্রের পর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাংলাদেশ শিশু একাডেমি, সেগুনবাগিচা সাউথ উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
সকাল ৮টায় শুরু হয়ে ঘণ্টা পার হয়ে গেলেও ঢাক-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব একটা ছিল না। এই আসনের একটি কেন্দ্র খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ। এখানে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। আজ সকাল সাড়ে ৮টায় ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ আছে। এই কেন্দ্রে তিনজন প্রার্থীর এজেন্ট আছে। আশা করি সব প্রার্থীর এজেন্ট আসবে। আমাদের প্রত্যাশা, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হবে না। ভোটাররা নিজ পছন্দমতো ভোট দিতে পারবে।’
সরেজমিনে দেখা গেছে, এক ঘণ্টা পার হলেও ভোটার উপস্থিতি অনেক কম। খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পাঁচটি বুথে ২ হাজার ৪৭০ ভোটার। এর মধ্যে ১ নম্বর বুথে ৫০৫ জন ভোটার। আধা ঘণ্টায় পাঁচজন ভোট দিয়েছেন। ২ নম্বর বুথে ভোটার ৫০২ জন। ভোট দিয়েছেন চারজন। ৩ নম্বর বুথে ৫০০ জনের মধ্যে ৮টি ভোট পড়েছে। ৪ নম্বর বুথে ১০ জন ভোটার বুথে আর ১১ জন ভোট দিয়েছেন। ৫ নম্বর বুথে ৪৫৮ জনের মধ্যে ১২ জন ভোটার ভোট দিয়েছেন।
হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৩ হাজার ১৭৬ জন। সবাই মহিলা। বুথের সংখ্যা ৮। সকাল ৯টার একটু পর পর্যন্ত ৫০ জনের মতো ভোটারের ভোট কাস্ট হয়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা জাহিদ হোসেন শিপলু। তবে কেন্দ্রে গিয়ে ভোটারদের লাইন দেখা যায়নি।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৮ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগে