Ajker Patrika

ছাগল চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ছাগল চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে ছাগল চুরির সন্দেহে অনিল দাস (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের দক্ষিণ নাজিরপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত অনিল দাস জেলার কালিহাতি উপজেলার আগচারান গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে। স্ত্রী সন্তান নিয়ে তিনি গোড়াই শিল্পাঞ্চলের মেঝের আলীর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্ত্রী আন্না রানী দাস গোড়াই সাউথ ইস্ট কারখানায় চাকরি করেন।

স্থানীয়রা বলছে, গোড়াই দক্ষিণ নাজিরপাড়ার বাসিন্দা শাহিন নামের এক ব্যক্তির ছাগল চুরি হয়। এ ঘটনায় তারা অনিলকে সন্দেহ করে। মঙ্গলবার দুপুরে শাহিনের ছেলে রাফিসহ কয়েকজন মিলে অনিলকে ধরে মারপিট করে। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে অনিলের মাথায় কয়েকটি আঘাত করে। এতে অনিল ঘটনাস্থলেই মারা যান। 

গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য মো. আদিল খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ছাগল চুরির সন্দেহে অনিলের মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।’ 

নিহত অনিল দাসের স্ত্রী আন্না রানী জানান, তিনি সকাল সাড়ে সাতটার দিকে কারখানায় কাজে যান। দুপুরে ফেরার পথে লোকজনের কাছে জানতে পারেন তাঁর স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন।

এ বিষয়ে মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আইয়ূব খান জানান, ছাগল চুরির অপরাধে অনিলকে রাফিসহ কয়েকজন মিলে পিটিয়ে হত্যার সত্যতা পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘তাঁকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত