Ajker Patrika

বিএনপির কেন্দ্রীয় নেতা জামান ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ২০: ২৫
বিএনপির কেন্দ্রীয় নেতা জামান ৪ দিনের রিমান্ডে

অভিজাত ফ্যাশন হাউস ভাসাবির স্বত্বাধিকারী ও বিএনপির কেন্দ্রীয় নেতা কামাল জামান মোল্লাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় জামানকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

দুপুরের পর জামানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. রিপন উদ্দিন ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিন রিমান্ড মঞ্জুর করেন।

জামান মোল্লার আইনজীবী এম এ গফফার চৌধুরী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাঁকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গত ১ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের মধ্যে গুলশানে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পরদিন ২ নভেম্বর গুলশান থানায় একটি মামলা করে গুলশান থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত। জামান ছাড়াও এই মামলায় আসামি করা হয় ঢাকা হোটেল ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. শাহজাহানসহ ৩৪ জনকে। এই মামলায় জামানকে গ্রেপ্তার দেখানো হয়।

রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বিএনপির অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মসূচি সফল করে তুলতে প্রয়োজনীয় অর্থের জোগানদাতা জামান। তাঁর ইন্ধনে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে তদন্তে জানা গেছে। মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত এসব তথ্য উদ্‌ঘাটনের জন্য জামানকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, ২০০৮ সালের সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট-ভাষানটেক) আসনে বিএনপির প্রার্থী ছিলেন দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম আ স ম হান্নান শাহ। তাঁর মৃত্যুর পর এই আসনে বিএনপির পক্ষে নানাভাবে নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করেন কামাল জামান মোল্লা। এ ছাড়া দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা পরিচালনা ও নির্যাতিত নেতা-কর্মীদের সহযোগিতাও করেন তিনি। সমাজের অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান-বনানী এলাকার বিভিন্ন স্তরে রয়েছে তাঁর যোগাযোগ।

ঢাকা-১৭ নির্বাচনী আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন কামাল জামান মোল্লা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত