ঢাবি প্রতিনিধি
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গত শনিবার রাতে তুলে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ রোববার রাতে আশিকুরের বন্ধু হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাত পৌনে ৯টার দিকে হাফিজুর বলেন, ‘আমরা এই মুহূর্তে আশিকুরকে নিয়ে ডিবি কার্যালয় থেকে বের হচ্ছি। একটু আগে আশিকুরের বাবা ডিবি কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। ওনার সঙ্গে আমরা বন্ধুরা এসেছি এবং আমাদের বিভাগের চেয়ারম্যান স্যারও এসেছেন।’
আশিকুরের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘আশিকুরের খোঁজ পাওয়া গেছে। আমরা এখন ডিবি কার্যালয়ে আছি। আমরা আশিককে নিয়ে বের হচ্ছি।’
এর আগে গতকাল রাতে আজিমপুরের বাসা থেকে আশিকুরকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। আশিকুর রহমান ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আশিকুরকে যে বাসা থেকে তুলে নেওয়া হয় সেটি একটি পারিবারিক বাসা। সে বাসায় পরিবার নিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী মহসিন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে মহসিন আজ সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আর আশিকুর একই বাসাতে থাকি। রাতে আমাদের পাশের বাসা থেকে হিজবুত তাহরীরের কয়েকজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে আশিকুরকেও তারা নিয়ে যায়।’
‘হিজবুত তাহরীরের সঙ্গে আশিকুরের কোনো সম্পর্ক নেই। কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলা হয়, তাকে জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হবে।’ জানান মহসিন।
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গত শনিবার রাতে তুলে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ রোববার রাতে আশিকুরের বন্ধু হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাত পৌনে ৯টার দিকে হাফিজুর বলেন, ‘আমরা এই মুহূর্তে আশিকুরকে নিয়ে ডিবি কার্যালয় থেকে বের হচ্ছি। একটু আগে আশিকুরের বাবা ডিবি কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। ওনার সঙ্গে আমরা বন্ধুরা এসেছি এবং আমাদের বিভাগের চেয়ারম্যান স্যারও এসেছেন।’
আশিকুরের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘আশিকুরের খোঁজ পাওয়া গেছে। আমরা এখন ডিবি কার্যালয়ে আছি। আমরা আশিককে নিয়ে বের হচ্ছি।’
এর আগে গতকাল রাতে আজিমপুরের বাসা থেকে আশিকুরকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। আশিকুর রহমান ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আশিকুরকে যে বাসা থেকে তুলে নেওয়া হয় সেটি একটি পারিবারিক বাসা। সে বাসায় পরিবার নিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী মহসিন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে মহসিন আজ সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আর আশিকুর একই বাসাতে থাকি। রাতে আমাদের পাশের বাসা থেকে হিজবুত তাহরীরের কয়েকজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে আশিকুরকেও তারা নিয়ে যায়।’
‘হিজবুত তাহরীরের সঙ্গে আশিকুরের কোনো সম্পর্ক নেই। কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলা হয়, তাকে জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হবে।’ জানান মহসিন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের খোঁজ নেই তিন দিন ধরে। রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি।
৬ মিনিট আগেবাড়ি থেকে ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে।
১১ মিনিট আগেরাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল মঞ্জুর করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ তাকে জামিন দেন।
১৪ মিনিট আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ ফ্যাশন নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা। আজ বুধবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা এ অবরোধ করেন।
১৫ মিনিট আগে