ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-৩ সদর আসনের কানাইপুর ইউনিয়নের রনকাইল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বেলা ১১টার দিকে ওই ভোট কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
এ ছাড়া একই ইউনিয়নের আলী মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও সংঘর্ষের ঘটনা ঘটে। তা ছাড়া বিভিন্ন কেন্দ্রে নৌকার সমর্থকেরা প্রভাব বিস্তার করছে বলে জানা গেছে। বিকেলে শহরের কমলাপুর হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা ও তরিকুল ইসলাম নাসিমের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় মহিলা লীগের সাধারণ সম্পাদক নুসরাত রসুল তানিয়াসহ ৬ নারী কর্মী আহত হয়।
অনেক কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে।
রনকাইলে ঈগলের সমর্থকেরা জানান, হঠাৎ করে নৌকা প্রার্থী শামীম হকের সমর্থক স্থানীয় হুমায়ুন কাজী, ফজলু কাজী, কামাল খা, ইমদাদ খা, মুসার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। প্রথমে তাঁরা এসে ভোট দিতে বাধা দেয়। বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তাঁদের (ঈগলের সমর্থক) ওপর অতর্কিত হামলা চালায়।
ঈগলের অনুসারী কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, ‘এই কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হচ্ছিল। হঠাৎ করেই আমাদের সমর্থকদের ওপর হামলা করে। এতে আমাদের অনেকেই আহত হয়েছে।’
সংঘর্ষের খবর পেয়ে ওই কেন্দ্রে ছুটে যান জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণর আনেন।
স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ অভিযোগ করেছেন, বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি। অনেকস্থানে তার কর্মী সমর্থকদের ওপর হামলা করে গুরুতর আহত করা হয়েছে।
তবে নৌকার প্রার্থী এসব অভিযোগ অস্বীকার করেন। নৌকার প্রার্থী শামীম হক আলীপুর খাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর নির্বাচনের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ বলে জানান।
এসব বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার বলেন, রনকাইলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে। এ ছাড়া যেখানে সমস্যা হচ্ছে সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠানো হচ্ছে। সবদিক দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
ফরিদপুর-৩ সদর আসনের কানাইপুর ইউনিয়নের রনকাইল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বেলা ১১টার দিকে ওই ভোট কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
এ ছাড়া একই ইউনিয়নের আলী মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও সংঘর্ষের ঘটনা ঘটে। তা ছাড়া বিভিন্ন কেন্দ্রে নৌকার সমর্থকেরা প্রভাব বিস্তার করছে বলে জানা গেছে। বিকেলে শহরের কমলাপুর হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা ও তরিকুল ইসলাম নাসিমের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় মহিলা লীগের সাধারণ সম্পাদক নুসরাত রসুল তানিয়াসহ ৬ নারী কর্মী আহত হয়।
অনেক কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে।
রনকাইলে ঈগলের সমর্থকেরা জানান, হঠাৎ করে নৌকা প্রার্থী শামীম হকের সমর্থক স্থানীয় হুমায়ুন কাজী, ফজলু কাজী, কামাল খা, ইমদাদ খা, মুসার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। প্রথমে তাঁরা এসে ভোট দিতে বাধা দেয়। বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তাঁদের (ঈগলের সমর্থক) ওপর অতর্কিত হামলা চালায়।
ঈগলের অনুসারী কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, ‘এই কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হচ্ছিল। হঠাৎ করেই আমাদের সমর্থকদের ওপর হামলা করে। এতে আমাদের অনেকেই আহত হয়েছে।’
সংঘর্ষের খবর পেয়ে ওই কেন্দ্রে ছুটে যান জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণর আনেন।
স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ অভিযোগ করেছেন, বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি। অনেকস্থানে তার কর্মী সমর্থকদের ওপর হামলা করে গুরুতর আহত করা হয়েছে।
তবে নৌকার প্রার্থী এসব অভিযোগ অস্বীকার করেন। নৌকার প্রার্থী শামীম হক আলীপুর খাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর নির্বাচনের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ বলে জানান।
এসব বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার বলেন, রনকাইলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে। এ ছাড়া যেখানে সমস্যা হচ্ছে সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠানো হচ্ছে। সবদিক দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে